Skip to content

SBI-র ATM কার্ড ব্যবহার করছেন, জেনে নিন কত টাকা চার্জ কাটছে

    img 20220623 161346

    স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। সেই কারণে বহু মানুষ অন্যান্য ব্যাঙ্কের থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। তবে আপনি কি জানেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM থেকে কতবার টাকা তুললে, কতটাকা চার্জ কাটে।

    যদি কোন ব্যক্তি ১ লক্ষ টাকা করে প্রতি মাসে ব্যাঙ্কে ব্যালেন্স রাখেন, তাহলে সেই ব্যক্তি ATM মাধ্যম ব্যবহার করে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ- এই জায়গাগুলো ছাড়া অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এর জন্য তিনবার লেনদেনের সীমাবব্ধতা রয়েছে।

    img 20220623 161405

    তবে পূর্বে এই নিয়মে কিছুটা পার্থক্য ছিল। আগে মাত্র ২৫০০০ টাকা আপনার ব্যাঙ্কের ব্যালেন্স হলেও, এই সুবিধা পেতে পারতেন আপনিও। কিন্তু বর্তমানে যারা ৫০০০০ ABM ব্যালেন্স রাখেন, তাঁরা এই সুবিধা পেতে পারবেন।

    আবার, যদি কোন গ্রাহক মাসে ১ লক্ষ টাকা ব্যাঙ্কে বহাল রাখেন, তাহলে এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন তিনি। তবে অন্যান্যদের ক্ষেত্রে লেনদেনের ধরন ও এটিএম এর উপর নির্ভর করে প্রতি মাসে ৫ থেকে ২০ টাকা চার্জ কাটা হয়ে থাকে। সেক্ষেত্রে বিনামূল্যে লেনদেনের বাইরে প্রতিবার লেনদেনে ১০ টাকা করে কাটা হয়ে থাকে।

    অন্যদিকে ২৫ হাজার টাকা ত্রৈমাসিক ব্যালেন্স বজায় রাখলে এসএমএস অ্যালার্টের জন্য ২৫ টাকা তিন মাসে কাটা হয়। তাই প্রতিবার ATM ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।