Skip to content

অতিরিক্ত লাগেজ হলেই দিতে হবে ভাড়া, ধরা পড়লেই জরিমানা! নতুন নিয়ম রেলের

    যাত্রাকালে বহু মানুষই ট্রেন (train) সফরকে বেছে নেয়। রোজগার অফিস যাত্রা হোক কিংবা কোন স্থানে ভ্রমণ, সবেতেই ট্রেন যাত্রা বেশি পছন্দের মানুষের কাছে। তবে এবার সেই সফরকালেই আসতে চলেছে কিছু পরিবর্তন। এবার থেকে লাগেজের জন্যও দিতে হবে অতিরিক্ত ভাড়া।

    বছরের পর বছর ধরে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে যাত্রীদের সঙ্গে ভদ্র ব্যবহার করে আসছে রেল কর্তৃপক্ষ (indian railway)।তবে এবার সেই রেল নিল এক বিরাট সিদ্ধান্ত। যেখানে বলা হয়েছে, এবার থেকে লাগেজের জন্যও দিতে হবে অতিরিক্ত অর্থ। অর্থাৎ এবার থেকে ট্রেনে চড়ার সময়, ভাড়া দিতে হবে ব্যাগপত্রের জন্য।

    এই বিষয়ে রেল মন্ত্রালয়ের (indian railway) পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, ট্রেনে (train) যাত্রাকালে বেশি লাগেজ থাকলে, যাত্রার আনন্দ কমে যায়। তাই ট্রেনে (train) সফরকালে বেশি ব্যাগপত্র নিয়ে যাবেন না। প্রয়োজনে অতিরিক্ত লাগেজ থাকলে, পার্সেল অফিসে গিয়ে লাজেগ বুক করুন’।

    নতুন নিয়মানুসারে, স্লিপার ক্লাসের ক্ষত্রে একজন যাত্রী অতিরিক্ত অর্থ ছাড়া ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। এরপর দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে ৩৫ কেজি এবং এসি প্রথম শ্রেণীর ক্ষেত্রে ৭০ কেজি অবধি লাগেজ বহন করতে পারবেন একজন যাত্রী।

    তবে এর থেকে বেশি ওজন বহন করতে হলে, বিমান পরিষেবার মতই অতিরিক্ত চার্জ দিতে হবে। আর যারা এই পরিমাপের অতিরিক্ত লাগেজ বহন করবেন, তাঁদের লাগেজের হারের ছয়গুণ অর্থ প্রদান করতে হবে। জানিয়ে রাখি, যদি কোন ব্যক্তি ৪০ কেজির বদলে অতিরিক্ত লাগেজ নিয়ে ৫০০ কিমিও যেতে চান, তাহলে তাঁকে ১০৯ টাকা দিয়ে প্রথমে লাগেজ ভ্যান বুক করতে হবে। আর তা না হলে, ধরা পড়লে ফাইন দিতে হবে।