Skip to content

দিতিপ্রিয়ার সঙ্গে আমার একটা পাস্ট জড়িয়ে আছে, ভেবেছিলাম মারধর হতে পারেঃ কিরণ দত্ত

    img 20220625 112220

    স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল ইউটিউব। এই ইউটিউবের মাধ্যমে বহু মানুষের নিজেদের পরিচিত পেয়েছেন। তাঁর মধ্যে অন্যতম হলেন ‘বং গাই’ অফরে কিরণ দত্ত (kiran dutta)। বর্তমান সময়ে বাংলা ইউটিউবের দুনিয়ায় কিরণ দত্ত ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছেন।

    ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম কথা বললেও, ভক্তদের ধারণা বং গাইয়ের নিশ্চয়ই কোন প্রেমিকা রয়েছেন। যদিও এই বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। এই প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যান কিরণ দত্ত (kiran dutta)। জীবনের অন্যান্য বিষয় নিয়ে কথা বললেও, প্রেমিকার বিষয়টা কিছুটা গোপনেই রেখেছেন তিনি।

    kiran dutta

    শুধুমাত্র ইউটিউবে একজন কনটেন্ট ক্রিয়েটার হয়েই থেমে থাকেননি করণ দত্ত। ইতিমধ্যেই কম বেশি অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। ওয়েব সিরিজের পর এবার পরিচালক পাভেলের পরবর্তী ছবি ‘কলকাতা চলন্তিকা’তে দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে কিরণ দত্তকে। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।

    এই ছবির অভিজ্ঞতা প্রসঙ্গে কিরণ জানান, ‘প্রথম দিন সেটে গিয়ে দেখি সবাই লাইট, ক্যামেরা ঠিক করছে। সেইসঙ্গে আমাকেও তাঁরা এই কাজ করতে বলে। এরপর পাভেলদা আমায় এসব করতে দেখে ওদেরকে খুব বকাবকি করে। আসলে ওরা বুঝতে পারেনি যে আমি অভিনয় করতে এসেছি। পরে অবশ্য ওরা আমাকে অনেকবার সরিও বলেছে। তবে আমি তখন বলি, নিজের কাজের সময় আমিও সবটা নিজেই করে নিই’।

    Ditipriya Roy

    একসময় যে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) ‘কলঙ্কিনী রাধা’ গান নিয়ে ট্রোল করে ভিডিও বানিয়েছিলেন, আজ সেই দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে কিরণ দত্ত জানান, ‘ও খুব মিষ্টি একটা মেয়ে। ওর সঙ্গে আমার একটা পাস্ট জড়িয়ে আছে। প্রথমে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করার কথা শুনে ভেবেছিলাম মারধরের কিছু সিন হতে পারে। তারপর দেখলাম, সেসব কিছুই হল না। অনস্ক্রিনের প্রেমের বিষয়টা বহাল রেখেই এগিয়েছি আমরা, আগের বিষয়টা মাথায় রাখলে খুব চাপ হয়ে যেত’।

    কিরণ দত্ত (kiran dutta) আরও জানান, ‘তবে দিতিপ্রিয়াকে নিয়ে ট্রোল করার পর সৃজিত মুখার্জি আমায় বকাঝকা করে বলেছিলেন, কেন এই বাচ্চা মেয়েটার পেছনে লাগছিস। তবে দেবদাকে নিয়ে খিল্লি করার পর, তাঁর সঙ্গেও ভিডিও বানিয়েছি, সৃজিতদার ক্ষেত্রেও তাই হয়েছে, শুধুমাত্র একজনের ক্ষেত্রে এটা হল না’।