কিছুদিন আগেই টলি ইন্ডাস্ট্রি হারিয়েছে এক খ্যাতনামা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে (abhishek chatterjee)। অকালেই তাঁর এই মৃত্যুতে গভীর শোকাহত হয়েছে তাঁর পরিবার। এখনও তাঁদের কাছেই রয়েছেন অভিষেক, এই বিশ্বাস নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা আর মেয়ে সাইনা। কিছুদিন আগেই তাঁরা ফিরেছেন পটায়া ভ্রমণ থেকে।
শোক কাটিয়ে উঠে কিছুদিনের জন্য ছুটি কাটাতে বিদেশ গিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের (abhishek chatterjee) স্ত্রী এবং মেয়ে। জানা গিয়েছে, সদ্য পাটায়া ভ্রমণ করে ফিরেছেন তাঁরা। কিন্তু সেখানে গিয়ে অভিষেক চট্টোপাধ্যায়ের (abhishek chatterjee) ছবি সঙ্গে রাখতেই, নেটিজনদের কটাক্ষের শিকার হলেন স্বর্গীয় অভিনেতার স্ত্রী এবং মেয়ে।
ঘুরতে গিয়ে মৃত স্বামীর ছবি সঙ্গে নিয়ে যাওয়াটাকে অনেকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছে। তবে সমস্ত কটাক্ষের বিরুদ্ধে গিয়ে এবার মুখ খুললেন অভিষেক পত্নী সংযুক্তা চট্টোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে করলেন প্রতিবাদ।
অভিষেক চট্টোপাধ্যায়ের প্রোফাইল থেকে লম্বা পোস্ট করে সংযুক্তা লেখেন, ‘আমি নাকি সহানুভূতি আদায়ের জন্য অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ঘুরছি, এমন কথাও আমাকে শুনতে হয়েছে। দেখুন, আমি একজন চাকুরীজীবী। আমার সহানুভূতির কি প্রয়োজন! মৃত্যু যন্ত্রণা সকল পরিবারেই থাকে। আর সেই যন্ত্রণার সঙ্গে কে কিভাবে মানিয়ে নেবে, সেটা তাঁর ব্যাক্তিগত ব্যাপার। আমার মানিয়ে নেওয়ার ধরণ এমনই’।
এখানেই থামলেন না অভিষেকের স্ত্রী। তিনি আরও লেখেন, ‘মেয়ের জন্মদিনের দিন আমি অভিষেকের ছবি নিয়ে যেতে ভুলে যাই। কিন্তু বাড়ি থেকে বেরোনর পর মনে পড়ে, অতিথিদের জন্য তৈরি করা উপহারগুলোই আনতে ভুলে গেছি। বাড়ি ফিরে উপহার আনতে যেতেই অভিষেকের ছবির দিকে চোখ পড়তেই মনে হল, ও যেন আমায় বলছে- ডলের জন্মদিনে আমায় না নিয়েই চলে গেছো’।
তিনি আরও বলেন, ‘অভিষেকের মৃত্যুর পর, গোটা বাড়ির সমস্ত দায়িত্ব আমাকেই সামলাতে হচ্ছে। আর আমি অভিষেকের সঙ্গেই বাঁচতে চাই, তাঁকে আমার সব কাজের একটা অংশ করতে চাই। ওই ছবির মধ্যে দিয়েই অভিষেক আমার সঙ্গে কথা বলে- এটা মনে করি আমি’।