Skip to content

আমি রূপঙ্করদাকে বয়কট করছি না, ‘কলকাতা ৯৬’-এ গান গাইবেনঃ রানা সরকার

    ‘আমি রূপকরদাকে বয়কট করছি না’, ঠিক এইভাবেই গায়কের পাশে দাঁড়ালেন প্রযোজক রানা সরকার (rana sarkar)। যখন রূপঙ্কর বাগচীকে (rupankar bagchi) নিয়ে দুপক্ষে ভাগ হয়ে গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সেইসময় এককথায় রুপঙ্কর বাগচীর এই খারাপ সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন প্রযোজক রানা সরকার।

    সম্প্রতি দিনে বিখ্যাত গায়ক কেকে মারা যাওয়ার পর স্যোশাল মিডিয়ায় একটি ব্যাপকহারে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, গায়ক রূপঙ্কর বাগচী (rupankar bagchi) কিছু কুরুচিকর মন্তব্য করেন গায়ক কেকে-র বিরুদ্ধে। তিনি স্যোশাল মিডিয়ায় বলেন, ‘who is k man?’ অর্থাৎ তিনি গায়ক কেকে-কে চেনেনই না বলেও জানান রূপঙ্কর বাগচী (rupankar bagchi)। এমনকি গায়ক কেকে-র থেকে তিনি শুধু নয়, বাংলার অনেক গায়ক গায়িকারা ভালো গান বলেও দাবি করেন তিনি।

    আর কেকে মারা যাওয়ার পর নেটদুনিয়ায় রূপঙ্করের এই ভিডিও শেয়ার হতেই ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে ওঠে নিন্দার ঝড়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রূপঙ্করকে কটাক্ষ করতে বাদ যাননি কেউই। এমনকি প্রথম সারির কেক প্রস্তুতকারক সংস্থা, শহরের এক রেস্তরাঁ গায়কককে বয়কট করেছে।

    এখানেই শেষ নয়, স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ থেকে রূপঙ্কর বাগচী এবং তাঁর স্ত্রীকে বাদ দেওয়ারও দাবী উঠেছে। এমনকি বাদ দেওয়া হয়েছে সিনেয়ার গান থেকেও। এই পরিস্থিতিতে যখন সকলেই রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে যাচ্ছে, এই সময় তাঁর পাশে দাঁড়ালেন প্রযোজক রানা সরকার (rana sarkar)।

    এই বিষয়ে প্রযোজক রানা সরকার (rana sarkar) জানান, ‘কেকে এবং রূপঙ্কর দা, দুজনেই শিল্পী। একজনের কথা ভাবলে, অন্যজনকে নিয়েও আমায় ভাবতে হবে। দুজনে ভিন্ন ভাষায় গান গাইলেও, গুণ দিয়ে গুণী মানুষের বিচার করা উচিত। আমার প্রযোজনা সংস্থার অধীনে একাধিক সিনেমা তৈরি হচ্ছে। আর সেখানেই রূপঙ্কর দাকে দিয়ে আমি গান গাওয়াব’।

    তিনি আরও বলেন, ‘কেকের প্রতি রূপঙ্কর দার আচরণের বিরোধিতা আমিও করছি। কিন্তু তাই বলে তো কেকের মৃত্যুর জন্য রূপঙ্কর দা দায়ী নন। মানুষ মাত্রেই ভুল হয়। আর সেই ভুলের জন্য সারাজীবন কেউ দায়ী থাকবে, তা তো হয় না। এই কাজের জন্য কিন্তু তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। আর ভালো গানের পাশাপাশি ভালো শিল্পীরও কদর করতে হয়। সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘কলকাতা ৯৬’-এ আপনারা রূপঙ্করদার গান শুনতে পাবেন’।