Skip to content

“আমার গল্পে আমি নিজেই ভিলেন” কেন এমন কথা বললেন ইউটিউবার ‘বং গাই’ ওরফে কিরণ দত্ত

    তরুণ প্রজন্মের কাছে স্যোশাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সর্বক্ষণ নেটদুনিয়ার মাধ্যমেই তাঁরা বিভিন্ন বিষয়ের আপডেট রাখতে পারে। আর সেই নেটদুনিয়ার অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হল ইউটিউব। যেখানে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার হতে থাকে।

    এই ইউটিউবের দুনিয়ায় একটি জনপ্রিয় চ্যানেল হল ‘দ্যা বং গাই’। আর এই চ্যানেলের মালিক হলেন কিরণ দত্ত (kiran dutta), যিনি স্যোশাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় একজন ব্যক্তি। সম্প্রতি সময়ে আবার ইউটিউবে ভিডিও পোস্ট করার পাশাপাশি তাঁকে সিনেমার পর্দাতেও দেখা গিয়েছে।

    নানান ধরণের কনটেন্ট দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন কিরণ দত্ত (kiran dutta)। তাঁর ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ- সবকিছুই জানতে বেশ আগ্রহী তাঁর অগণিত ভক্তরা। তবে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, দেব, নুসরত থেকে শুরু করে আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মত অভিনেতারাও তাঁর কাজের প্রশংসা করছেন।

    সম্প্রতি সময়ে অভিনেত্রী নুসরত জাহানের শো ‘ইস্ক উইথ নুসরত’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কিরণ দত্ত (kiran dutta) ওরফে বং গাই। আর সেখানে গিয়ে নিজেকে ‘গল্পের ভিলেন’ বলার পাশাপাশি ইন্টারনেটকে ‘টক্সিক’ বলেও ব্যাখ্যা করেন তিনি। কিন্তু সেখানে গিয়ে বহুপ্রতীক্ষিত বিষয়, তাঁর লাভ লাইফ নিয়ে বেশি কিছু মুখ খোলেননি কিরণ দত্ত।

    এই অনুষ্ঠানে কিরণ দত্ত জানান, ‘আমি যেমন অনেকের মন ভেঙ্গেছি, তেমনই অনেকে আমার মন ভেঙ্গেছে। কলেজে পড়াকালীন একবার ব্রেকআপ হয়েছিল। রকস্টার-র রণবীর কাপুরের মত দুঃখে সিঙ্গারা খেতে খেতে ভাবছিলাম, আমার তো দুঃখ পাওয়া উচিত। কিন্তু আমাকে সেভাবে দুঃখ পেতে না দেখে বন্ধুরা বলল, ”ভাই তোর ব্রেকআপ হয়েছে, কষ্ট পা এখন”। এরপর বড়িতে বসে দুদিন সিনেমা দেখেছি, কলেজ যাইনি। বন্ধুরা জিজ্ঞেস করলে বলেছি, ব্রেকআপ হয়েছে, তাই কষ্ট পাচ্ছি। এই বিষয়টা নিয়ে আজও আমি খুব অনুতপ্ত। আর সেই কারণেই বলি, আমার গল্পে আমিই ভিলেন’।