Skip to content

‘KGF চ্যাপ্টার 3’ তে দেখা যেতে পারে এই বলি অভিনেতাকে, ভাঙতে পারে একাধিক রেকর্ড

    বক্স অফিসে দুর্দান্ত হিট করেছিল ‘KGF চ্যাপ্টার 2’ (kgf chapter 2)। প্রথম পর্বের থেকে এই ছবির দ্বিতীয় পর্ব দর্শকমহলে বেশ উন্মাদনা সৃষ্টি করেছিল। প্রথম পর্বের পর এই সিনেমার দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শককূল। কিন্তু ছবির দ্বিতীয় পর্বের শেষে যখনই দেখানো হয়েছে, এই ছবির তৃতীয় পর্ব আসতে চলেছে, তারপর থেকে আবারও দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা শুরু হয়েছে।

    বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙ্গে দিয়েছে দক্ষিণি তারকা যশ অভিনীত এই ছবি। শুধুমাত্র দক্ষিণি তারকাই নয়, এই ছবিতে বলিউডের সঞ্জয় দত্ত এবং রাভিনা ট্যান্ডনকেও দেখা গিয়েছিল এই ছবিতে। দক্ষিণি তারকাদের পাশাপাশি নিজেদের অসাধারণ অভিনয় দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে এই ছবির দুটো পর্বই।

    এবার এই ‘KGF’র তৃতীয় পর্ব নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে দর্শকমহলে। দর্শকদের মধ্যে অপেক্ষার সময় শুরু হয়ে গিয়েছে এই ছবির তৃতীয় পর্বের জন্য। দর্শকদের ধারণা পূর্বের দুই পর্বকে ছাপিয়ে যেতে পারে ‘KGF চ্যাপ্টার 3’ (kgf chapter 3)। প্রতিদিনই দর্শকদের চোখ যাচ্ছে সংবাদপত্রের পেজ 3 তে, যদি এই সিনেমা সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়।

    তবে সম্প্রতি সময়ে দর্শকদের জন্য এক নতুন খবর নিয়ে এসেছে এই ছবির নির্মাতারা। জানা গিয়েছে, এই ছবির তৃতীয় পর্বে অর্থাৎ ‘KGF চ্যাপ্টার 3’ (kgf chapter 3) তে দেখা যেতে চলেছে বলিউডের আরও এক সুপারস্টারকে, যিনি নাচের তালে মুগ্ধ করেছেন তাঁর ফ্যানদের। তিনি আর কেউ নন, বলিউডের ‘ক্রিশ’ হৃতিক রোশন (Hrithik Roshan)।

    ছবির স্টার কাস্ট সম্পর্কে বলতে গিয়ে প্রযোজক বিজয় কিরগাদুর জানান, এখনও এই সিনেমার কাস্টিং-র বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই ছবিতে একজন শক্তিশালী তারকার প্রয়োজন। তবে এই বছরই এই ছবির তৃতীয় পর্ব প্রকাশ করা হবে না। কারণ এই ছবির দ্বিতীয় পর্ব কিছুদিন আগেই প্রকাশ হয়েছে।

    তবে হৃতিক রোশন এই ছবিতে থাকছেন কিনা, সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানাননি প্রযোজক। তবে ‘KGF চ্যাপ্টার 3′ তে হৃতিক রোশন (Hrithik Roshan) থাকতে পারে এমন একটা জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃতিক রোশন যদি এই ছবির অংশ হন, তাহলে বক্স অফিসের বেশকিছু রেকর্ড ভেঙ্গে দেবে এই ছবি।