সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২১-২০২২ সালের মাধ্যমিক (madhyamik) পরীক্ষার ফলাফল। করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা সঠিক ভাবে নেওয়া সম্ভব না হলেও, লকডাউন পর্ব পার করে ২০২২ সালে এবার অফলাইনে নেওয়া হয়েছিল মাধ্যমিক (madhyamik) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা।
যেখানে দেখা গিয়েছে ৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে নিয়েছেন বাঁকুড়ার অর্ণব গড়াই এবং পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। সেইসঙ্গে মেধা তালিকার প্রথম দশ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ১১৪ জন। তবে জানেন কি তাঁর সময়কালে মাধ্যমিকে ঠিক কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)?
বাংলা বিনোদন দুনিয়ার এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। টলি ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারকে মহানায়ক বলা হলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলেন স্বপ্নের নায়ক। দুর্দান্ত অভিনয় এবং সেইসঙ্গে একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের মনে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
সিনেমার প্রয়োজনে তথা চরিত্রের প্রয়োজনে বার বার নিজেকে ভেঙ্গেছেন আবারও গড়েছেন তিনি। কখনও নায়ক, কখনও বাবা সব চরিত্রেই অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের আমলের পর থেকে ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় রাজ করে চলেছেন এই নায়ক।
বর্তমান সময়ে ‘আয় খুকু আয়’ ছবির প্রমোশন নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই কারণেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাঁকে। এরই মধ্যে একটি প্রমোশনে তাঁর ছাত্রজীবন নিয়ে প্রশ্ন করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এমনকি কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে (adhyamik)- এমন প্রশ্নও করা হয় তাঁকে।
উত্তরে তিনি বলেন, ছোট থেকেই পড়াশুনায় বেশ ভালো ছিলেন তিনি। সেই কারণে মাধ্যমিকেও ভালো ফল করেছিলেন। পেয়েছিলেন ৬০ শতাংশের বেশি নম্বর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেক এই উত্তর পেয়ে বেশ খুশি তাঁর ভক্তরাও। সিলভার স্ক্রিনে দুর্দান্ত অভিনয় করার পাশাপাশি এই খ্যাতনামা অভিনেতা নিজের ছাত্রজীবনেও বেশ ভালো ছিলেন।