সম্প্রতি সময়ে এমন কিছু ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে চোখ ধাধিয়ে যাচ্ছে নেটিজনদের। এই ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical illusion)। যা প্রথম দর্শনে বিশেষ কিছু বলে মনে না হলেও, পরবর্তীতে গভীরভাবে দেখলে বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্য। আর এই ধরনের অপটিক্যাল ইলিউশনের উত্তর যদি আপনি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ এবং সেইসঙ্গে আপনাই ক্ষুরধার বুদ্ধির অধিকারী।
আপনি যদি মনে করেন আপনার তীক্ষ্ণ দৃষ্টি আছে তবে এই চ্যালেঞ্জটি আপনার জন্য। দেখতে পাওয়া ফটোতে রহস্যময় ধাঁধা সমাধান করা সবার সাধ্যের মধ্যে নেই। বর্তমানে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। প্রশ্ন হলো এই ফটোতে কয়টি তালা খোলা আছে? কত তাড়াতাড়ি আপনি সঠিক উত্তর দিতে পারবেন তা নির্ভর করছে আপনার দৃষ্টিশক্তির উপর।
ছবিতে কটি তালা খোলা আছে সেটা ১০ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ফটোটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সবগুলো তালা সহজে বোঝা যাবে কিন্তু সবগুলোর মধ্যে কয়টি তালা খোলা আছে তা নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে বের করা বেশ কঠিন। এই ধরণের খেলা মনকে শাণিত করতে পারে, কারণ এতে মনকে এক জায়গায় রাখতে হয় যাতে সহজেই ধাঁধার উত্তর সমাধান করা যায়।
আপনি নিশ্চয়ই এতক্ষনে এর উত্তর খুঁজে পেয়েছেন। যদি না পান তবে হাল ছাড়বেন না এবং আফসোসের কিছু নেই, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে খোলা তালা গুলো লাল বৃত্তের সাহায্যে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবার অবশ্যই আপনি ছবিটি দেখে সহজেই বুঝতে পারবেন কটি তালা খোলা রয়েছে।