বলিউডের (Bollywood) নায়িকাদের সৌন্দর্যের পাগল গোটা দুনিয়া। বিটাউনের এই নায়িকাদের যেন স্বর্গের অপ্সরাদের মত দেখতে। তাদের সৌন্দর্য্যের কাছে হার মানতে বাধ্য যে কোন মডেল। এক একটি সিনেমায় তাদের এক একরম ও নতুন রূপে দেখা যায়। তবে তাদের এই সৌন্দর্য সবটাই যে মেকআপে’র (Make-up) কারসাজি। মেকআপ ছাড়া তারা যদি আপনার পাশ দিয়ে হেঁটেও যায়, তাহলেও আপনি তাদের এক দেখায় চিনতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক মেকআপ ছাড়া বলিউডের অভিনেত্রীদের ঠিক কেমন দেখায়।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
বলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাডুকোন। বিটাউনের একাধিক নায়কের সঙ্গে তার নাম জড়িয়ে পড়লেও, বর্তমানে রণবীর সিং-র সঙ্গে চুটিয়ে সংসার করার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। মেকআপ ছাড়া এই অভিনেত্রীকে খুবই সাধারণ দেখতে, যা আপনাকে অবাক করবে।
আলিয়া ভাট (Alia Bhatt)
বলিউডের আরও এক প্রথম সারির অভিনেত্রী হলেন আলিয়া ভাট। ভাট পরিবারের এই ছোট মেয়ে অল্প সময়ের মধ্যেই অভিনয় দুনিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। মেকআপ ছাড়া তাকে সুন্দর লাগলেও, মেকআপের পর সে আরও গ্ল্যামারাস হয়ে যায়।
জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)
বলিউডে নিজের বেশ একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর। সত্য বলতে মেকআপ ছাড়াও কিন্তু বেশ সুন্দরী এই অভিনেত্রী।
কারিনা কাপুর (Karina Kapoor)
কাপুর বংশ বলুন কিংবা খান পরিবার, দুদিক থেকেই সম্পর্ক রয়েছে করিনা কাপুরের। বহুদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। করিনা কাপুরকে মেকআপ ছাড়া অদ্ভুত দেখতে লাগলেও, কিন্তু তিনি স্যোশাল মিডিয়ায় তার সাদামাটা ছবিই আপলোড করেন। বর্তমান সময়ে দুই সন্তানকে নিয়ে সইফ আলি খানের সঙ্গে জমিয়ে সংসার করার সঙ্গে সঙ্গে কেরিয়াদের দিকেও ফোকাস করছেন বেবো।
অনন্যা পান্ডে (Ananya Panday)
ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রী হয়েও তার নিজের জায়গা আলাদা ভাবে তৈরী করেছেন তিনি। মেকআপ ছাড়াও বেশ সুন্দরী এই অভিনেত্রী। তাকে প্রাকৃতিক সুন্দরী বললে ভুল হবে না।
সুহানা খান (Suhana Khan)
মেকআপ ছাড়া একেবারেই চিনতে পারবেন না শাহরুখ কন্যা সুহানা খানকে। মেকআপ করা অবস্থায় তাকে যতোটা সুন্দর দেখায়, অন্যদিকে বিনা মেকআপে তাকে ঠিক ততোটাই ভিন্ন লাগে দেখতে।
অনুষ্কা শর্মা (Anushka Sharma)
অনুষ্কা শর্মা হলেন বিটাউনের এমন এক অভিনেত্রী, যাকে মেকআপ ছাড়াও বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু তিনি যখনই মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসেন না। বর্তমান সময়ে বিরাট কোহলি এবং তাদের মেয়ের সঙ্গে বেশ সুখে সংসার করছেন এবং কেরিয়ার সামলাচ্ছেন তিনি।