Skip to content

‘আগের দিনের মানুষ বেশি বুদ্ধিমান ছিল’, রেশরম রঙ নিয়ে ওঠা বিতর্কের জবাব দিলেন হানি সিং

    img 20221227 183730

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান (shahrukh khan) এবং দীপিকা পাডুকন (deepika padukone) অভিনীত চলচ্চিত্র ‘পাঠান’র নতুন গান ‘বেশরাম রঙ’। কিন্তু গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। গানে দীপিকার পোশাক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দীপিকার পরিহিত ‘জাফরান’ রঙের পোশাক নিয়েই ধর্মীয়, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বহু মানুষ এর বিরোধিতা করেছেন।

    এই গান নিয়ে একদিকে তোলপাড় শুরু হলেও, গানটি কিন্তু বেশ হিট করেছে। তবে এই বিতর্ক শুরু হতেই বলিউডের র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং (honey singh)-এর এক বক্তব্য সামনে এসেছে, যা নিয়েও কিছুটা আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।

    img 20221227 183753

    এই বিষয়ে হানি সিং বলেন, আগে মানুষের অনেক স্বাধীনতা ছিল। মানুষ কম শিক্ষিত থাকলেও, তাঁরা বেশ বুদ্ধিমান ছিল। আর এই বুদ্ধিমত্তার সঙ্গেই সমক বিষয়গুলোকে বিনোদনের নজরে দেখত’। এরপর এ আর রহমানের একটি গানের উদ্ধৃতি দিয়ে হানি সিং বলেন, ‘রহমান স্যারের গাওয়া গান রুকমনি রুকমানি শাদি কে বাদ কেয়া হুয়া… এই গানটা মানুশ তখন গ্রহণ করলেও, এখন এই ধরনের গান আমি লিখলে, মানুষ এখন এর প্রতিবাদ করে। মানুষ আগের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়েছে এবং খারাপও হয়েছে’।

    img 20221227 183741

    জানিয়ে রাখি, সম্প্রতি মুক্তি পেতে চলেছে বলি তারকা শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাডুকন অভিনীত চলচ্চিত্র ‘পাঠান’। দীর্ঘ কয়েকবছর অপেক্ষার পর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই শাহরুখ দীপিকা জুটি। এই চলচ্চিত্রে শাহরুখ খান এবং দীপিকা পাডুকনের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে বলি অভিনেতা জন আব্রাহামকেও। এখানে শাহরুখ খানকে একজন কাঁচা এজেন্টের ভূমিকায় দেখা গেলেও, জনকে এখানে দেখা যাবে একজন খলনায়কের চরিত্রে। আগামী ২০২৩ সালের ২৫ শে জানুয়ারী পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্র।