বলিউড মানেই গ্ল্যামারের দুনিয়া। এই জগতে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের সামনে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। অনেক সময় দেশ ছাড়িয়ে বিদেশেও অনেক ভারতীয় সিনেমার শুটিং হতে দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক হলিউড সিনেমার শুটিংও ভারতে হয়েছে। সেইসকল সিনেমা আবার বিদেশের মাটিতে রমরমিয়ে চলতেও দেখা যায়।
টেনেট (Tenet)- (মুম্বাই)- ২০২০ সালে করোনাকালে মুক্তি পেয়েছিল ক্রিস্টোফার নোলানের বিখ্যাত হলিউড ছবি ‘টেনেট’। এই সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং মুম্বাইয়ের (Mumbai) বেশ কয়েকটি জায়গায় যেমন কোলাবা কোলাবা কজওয়ে, বিখ্যাত ক্যাফে মন্ডেগার, ব্রীচ ক্যান্ডি হাসপাতালের বাইরে এবং আইকনিক তাজ হোটেলের পিছনে হয়েছিল।
এক্সটর্শন (Extortion) – (আহমেদাবাদ)- ক্রিস হেমসওয়ার্থ এবং রণবীর হুডা অভিনীত ছবি ‘এক্সটর্শন’ মুক্তি পেয়েছিল ২০২০ সালে। ব্লকবাস্টার এই ছবির বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad) শ্যুট করা হয়েছিল।
দ্য ডার্ক নাইট রাইজেস (The Dark Knight Rises) – (যোধপুর)- হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, যা দর্শকদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছিল। এই ছবির কিছু দৃশ্যের শ্যুট হয়েছিল যোধপুরের (Jodhpur) মেহরানগড় দুর্গে।
স্লামডগ মিলিয়নেয়ার (Slumdog Millionaire) – (মুম্বাই)- আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছিল অনিল কাপুর, ইরফান খান, দেব প্যাটেল এবং ফ্রিদা পিন্টোর অভিনীত ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’। এই ছবির শ্যুটিং হয়েছিল মুম্বাইয়ের (Mumbai) বস্তিতে, সেখানকার মানুষের জীবনযাত্রাও দেখানো হয়েছিল সুন্দর ভাবে।
লায়ন (Lion)- (কলকাতা)- সারু ব্রেয়ারলির নন-ফিকশন বই এ লং ওয়ে হোমের উপর ভিত্তি করে তৈরি সিনেমা ‘লায়ন’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। ৫ বছরের এক শিশু তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কিভাবে চলে তাঁর জীবনযাত্রা, এই ছিল ছবির গল্প। এই ছবির বেশকিছু দৃশ্যের শ্যুট হয়েছিল কলকাতাতেই (kolkata)।
লাইফ অফ পাই (Life Of Pi) – (পুদুচেরি এবং কেরালা)- ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার ড্রামা সিনেমা ‘লাইফ অফ পাই’তে দেখা গিয়েছিল ইরফান খান, রাফে স্প্যাল, টাবু, আদিল হুসেন এবং জেরার্ড ডিপার্দিউর মত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। পুদুচেরি (Puducherry) এবং কেরালার (kerala) বিভিন্ন স্থানে এই ছবির শ্যুটিং হয়েছিল।