Skip to content

হিরো আলমের গলায় রবীন্দ্রসঙ্গীত! শুনেই ট্রোল শুরু নেটপাড়ায়

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের মনে রয়েছেন। সকল বাঙালির হৃদয়ের, আবেগের ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন সঙ্গীতশিল্পীদের কণ্ঠে রবি ঠাকুরের লেখা গান শুনেই বড় হওয়া সকলের। তবে এবার সেই গান গাইলেন বাংলাদেশী মডেল হিরো আলম (hero alom)। আর স্যোশাল মিডিয়ায় উঠল ট্রোলের ঝড়।

    সম্প্রতি ‘নেক্সট এন্টারটেইনমেন্ট’ (Next Entertainment) নামে এক ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম (hero alom)। যেখানে তাঁর গলায় কিছু জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। আর তারপরই নেটিজনদের কটাক্ষের শিকার হন হিরো আলম।

    বেসুরো গান গেয়ে সমালোচনার মুখে পড়েন হিরো আলম (hero alom)। ভিডিওতে দেখা যায় গিটার বাজিয়ে ‘আমারো পরান যাহা চায়’ গান গাইছেন হিরো আলম। আর সেই গানের এমন সুর শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, কেউই তাঁকে আক্রমণ করতে ছাড়েননি।

    এমনকি হিরো আলমের এই গান শুনে বাংলাদেশের শিল্পী মণি চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গীতাঙ্গন কি অভিভাবক হয়ে পড়েছে? একে থামানোর কি কেউ নেই? লালন, শাহ আব্দুল করিম, নজরুল, রবীন্দ্রনাথের গানের পাশাপাশি ভাটিয়ালি, জারি-সারি, পল্লীগীতি, দেশাত্মবোধক নানাবিধ গানের সম্ভারের কারণে বিশ্বের দরবারেও বাংলা গান উচ্চ মর্যাদা পেয়ছে। আর সেখানে কিনা এই অসুস্থ মানুষটা একের পর এক গানকে এভাবে ধর্ষণ করে চলেছে?’

    তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান এইভাবে বিকৃত সুরে গাওয়ার সাহস কি করে পায় সে? শুদ্ধ ভাবে এখনও কথা বলতেই পারে না, সে আবার গিয়েছে রবীন্দ্রসঙ্গীত গাইতে? ফাজলামিরও একটা সীমা থাকে। এর চিকিৎসার প্রয়োজন’।

    শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই হিরো আলমকে আক্রমণ করতে বাদ দেননি। এই অবস্থায় তিনি জানান, ‘আমি পেশাদার গায়ক নই। আমিও বাঙালি, আর আপনাদের মতই রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত। তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য একজন স্বাধীন মানুষ হিসাবে এই গান গেয়েছি। নিজের মত করে গেয়েছি’।