Skip to content

পায়ের পড়েন ২০ নম্বর জুতো, প্রতিদিন খান ৫ কেজি মুরগি! রইল ‘দ্য গ্রেট খালি’র খাদ্যতালিকা

    img 20230331 131740

    প্রাক্তন WWE রেসলার ‘দ্য গ্রেট খালি’কে (The Great Khali) চেনেন না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। সম্প্রতি ভারতীয় জনতা পার্টিয়ে যোগদান করেছেন এই বিখ্যাত ব্যক্তিত্ব। খালির আসল নাম দালিপ সিং রানা এবং তিনি হিমাচল প্রদেশের সিরমোর জেলার বাসিন্দা। ইতিমধ্যেই WWE-তে আন্ডারটেকার, জন সিনা, কেনের মতো অনেক ফাইটারকে পরাজিত করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।

    WWE-তে ‘ওয়ার্ল্ড হেভিওয়েট’ খেতাব জয়ী এই যোদ্ধার স্ত্রী হলেন হরমিন্দর কৌর, যিনি জলন্ধরের নুরমহলের বাসিন্দা। ২০০২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। হরমিন্দর কৌর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। তবে তাঁদের মধ্যে উচ্চতার কিছুটা পার্থক্য থাকলেও, তাঁদের বন্ডিং কিন্তু খুব ভালো।

    বিয়ের পরই রেসলিংয়ে পা রেখেছিলেন খালি। আর তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। জানিয়ে রাখি, বিয়ের প্রায় ১২ বছর পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের মেয়ের জন্ম হয়। ৮ বছয় বয়সী অ্যাভলিন রানাকে স্বামীর মতই একজন কুস্তিগীর বানাতে চায় মা হারমিন্দর কৌর। মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় শেয়ার করেন খালি।

    এক সাক্ষাৎকারে ‘দ্য গ্রেট খালি’ জানিয়ে ছিলেন, তিনি খুব রোমান্টিক এবং তিনি বাড়িতে মাঝে মধ্যেই তাঁর স্ত্রীকে সারপ্রাইজ দিতে থাকেন। সুযোগ পেলেই স্ত্রীর জন্য পার্টির পরিকল্পনাও করেন। তবে চলচ্চিত্র দেখতে গিয়ে তাঁকে নিয়ে তৈরি হওয়া ভিড় একাবারেই পছন্দ নয় খালির। সেই কারণে এই বিষয়টা তিনি একটু এড়িয়ে চলেন।

    জানিয়ে রাখি, ৭ ফুট ১ ইঞ্চির খালির ওজন ১৫০-১৬০ কেজি। তিনি ২০ নম্বর জুতো ব্যবহার করেন। প্রতিদিন ৫ কেজি মুরগি খানে খালি। সেইসঙ্গে ৫৫ টি ডিম, ১০ লিটার দুধ, ৬০-৭০ টি ভাটুরা খেয়ে থাকেন তিনি। তবে চিকেন কারি এবং ডিমের তরকারি খালির খুবই পছন্দের খাবার। শুধু ভালো খাবার খেতে ভালোবাসেন তাই নয়, খালি ভালো রান্নাও করতে পারেন।