Skip to content

নিজের পুরোন জায়গা ছিনিয়ে নিল ‘মিঠাই’, পিছিয়ে গেল খড়ি-ফুলঝুড়িরা! রইল এই সপ্তাহের TRP-র তালিকা

  সন্ধ্যে হলেই হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়েন সিরিয়াল (serial) প্রেমী মানুষজন। তবে সব সিরিয়াল দর্শকদের মনে না ধরলেও, কিছু এমন সিরিয়াল থাকে, যা কখনই মিস করতে চান না দর্শকরা। যেখানেই থাকুন না কেন, সেই সিরিয়াল (serial) দেখা চাই ই চাই। কোন কারণে মিস হয়ে গেলেও, রিপিট টেলিকাস্ট একেবারেই মিস করেন না তাঁরা।

  সেরকমই দর্শকদের পছন্দের তালিকায় থাকা সিরিয়ালগুলোর (serial) মধ্যে অন্যরতম হল মিঠাই, গাঁটছড়া, ধূলোকণা, মনফাগুন। তবে শুরুর প্রথম দিকে একটানা টিআরপির (trp) তালিকার শীর্ষে ছিল ‘মিঠাই’। কিন্তু বেশ কিছু সপ্তাহ ধরে সেই ‘মিঠাই’কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল ‘গাঁটছড়া’।

  এইভাবে কখনও ‘মিঠাই’, তো আবার কখনও ‘গাঁটছড়া’ প্রথম স্থানে থাকার পর, এবার নিজের পুরনো জায়গায় ফিরে গেল ‘মিঠাই’। ‘গাটছরা’র কাছ থেকে ছিনিয়ে নিল নিজের পুরনো প্রথম স্থান। দর্শকদের পছন্দের তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এল ‘মিঠাই’।

  জানিয়ে রাখি, চলতি সপ্তাহে টিআরপির (trp) তালিকায় ৮.৩ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার সিরিয়াল ‘মিঠাই’। আর এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলার সিরিয়াল ‘গাঁটছড়া’, পেয়েছে ৭.৭ পয়েন্ট।

  এই টিআরপির (trp) তালিকায় ৭.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরও এক ধারাবাহিক মনফাগুন। এরপর একই পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ধূলোকণা এবং আলতা ফড়িং, পেয়েছে ৭.৪ পয়েন্ট। ৭.২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে গৌরী এলো।

  এরপর ষষ্ঠ স্থানে ৬.৯ পয়েন্ট পেয়ে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সপ্তম স্থানে ৫.৯ পয়েন্ট পেয়ে রয়েছে উমা এবং অনুরাগের ছোঁয়া। ৫.৭ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে আয় তবে সহচরী। এরপরে ৫.৫ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি এবং দরশম স্থানে ৫.৩ পয়েন্ট পেয়ে জায়গা করে নিয়েছে লালকুঠি। এইভাবেই প্রতি সপ্তাহেই সিরিয়ালগুলোর টিআরপি ওঠানামা করে।