২০২২ সালের ৬ টা মাস শেষ হয়ে গিয়ে সপ্তম মাসের মাঝামাঝিতে এসে দাঁড়িয়েছি আমরা। এই সময়ের মধ্যে ভারতীয় প্রেক্ষাগৃহে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে কিছু ছবি বক্স অফিস কাঁপিয়ে ১০০ কিংবা ৩০০ কোটির ব্যবসাও করে নিয়েছে। বলিউড থেকে দক্ষিণ এই সাফল্যের তালিকায় রয়েছে একাধিক ছবি।
তবে IMDb-এর ওয়েবসাইট কিন্তু অন্য কথা বলছে। এখানে দর্শকদের দেওয়া রেটিং-র হিসাব বলছে ব্যবসাই শেষ কথা নয়। বড় ব্যবসা দিলেই সেই ছবি রেটিং-র দিক থেকেও যে অনেক পয়েন্ট পাবে, তা কিন্তু নয়। দেখা গিয়েছে বক্স অফিস কাঁপিয়ে দেওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি এই IMDb-এর ওয়েবসাইটে থাকা চলচ্চিত্রের মধ্যে প্রথম ১০-এ জায়গা পায়নি। এমনকি বক্স অফিসে আলোড়ন তোলা দক্ষিণি ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার 2’ স্থান পেয়েছে ৬-এ। দেখে নিন এই তালিকা-
রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট (Rocketry: The Nambi Effect)- IMDb-এর ওয়েবসাইটে রেটিং-র বিচারে প্রথমেই রয়েছে এই সিনেমা। ডক্টর নাম্বি নারায়ণনের এই বায়োপিক পেয়েছে ৯.৩ পয়েন্ট। মজার বিষয় হল, ইসরো-র রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের গল্প নিয়ে তৈরি এই ছবিটি প্রথমে বক্স অফিসে তেমন ব্যবসা করতে না পারলেও, চতুর্থ দিনে কোটি টাকা আয় থেকে শুরু করে ছবিটি। রিপোর্ট বলছে, IMDb-তে এই ছবিটির পক্ষে ভোট দিয়েছেন ১৩৪৩০ জন ব্যবহারকারী।
777 চার্লি (777 Charlie)- ৯.১ রেটিং পেয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবিটি। বিপথগামী জীবনযাপনকারী একজন মানুষ এবং একটি কুকুরের বন্ধুত্ব নিয়ে তৈরি এই ছবি দেখার সময় চোখে জল এসে গিয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইর। রক্ষিত শেঠির এই ছবির পক্ষে ভোট দিয়েছেন ১২০০৮ জন ব্যবহারকারী।
খুদা হাফিজ অধ্যায় 2 ফায়ার টেস্ট (Khuda Haafiz: Chapter 2)- বিদ্যুৎ জাম্মওয়াল এবং শিবালিকা ওবেরয়ের এই ছবি ৬ দিনে প্রায় ৯.৫ কোটির ব্যবসা দিয়েছে। কিন্তু অন্যদিকে ৭৮৮৯ জন ব্যবহারকারীর বিচারে IMDb-র রেটিং-এ ৮.৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ছবি।
কাদাইসি বিভাসাই (Kadaisi Vivasayi)- এম মণিকন্দন পরিচালিত এই ছবির গল্প প্রত্যন্ত গ্রামের এক কৃষককে কেন্দ্র করে যিনি এখনও চাষাবাদ করছেন। OTT প্ল্যাটফর্ম ‘Sony Liv’-এ দেখতে পাওয়া এই ছবিটি ৮.৮ পয়েন্ট পেয়ে IMDb-এর তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে।
বিক্রম (Vikram)- কমল হাসান অভিনীত এই হাই-অকটেন অ্যাকশন ফিল্ম বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। পাশাপাশ আবার IMDb-তে ৮.৬ পয়েন্ট পেয়ে ৩১৮৮৪ ব্যবহারকারীর বিচারে পঞ্চম স্থান পেয়েছে এই ছবি।
KGF চ্যাপ্টার 2 (K.G.F: Chapter 2)- প্রশান্ত নীল পরিচালিত কোলার গোল্ড ফিল্ডের গল্প নিয়ে নির্মিত এই ছবি বক্স অফিস কাঁপানোর পাশাপাশি ১১১৭৫৯ ব্যবহারকারীর বিচারে ৮.৫ রেটিং পেয়ে IMDb-তে ষষ্ঠ স্থান পেয়েছে।
এক লব য়া (Ek Love Ya)- এই মিউজিক্যাল রোমান্টিক ছবিটি ১৪৪৮ জন ব্যবহারকারীর বিচারে ৮.৫ পয়েন্ট পেয়েছে IMDb-তে। অনীতা অমরের প্রেম প্রত্যাখ্যান করার পর কিভাবে অমরের জীবন বদলে যায়, এই ছবিতে তা দেখানো হয়েছে।
ওল্ড মঙ্ক (Old Monk)- এম জি শ্রীনিবাস পরিচালিত এই রোমান্টিক কমেডি ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। IMDb-তে ৮.৫ রেটিং পেয়েছে এই ছবিটি।
ওট্রো (Otru)- একজন লেখক যিনি একজন অন্ধ এয়ের সঙ্গে দেখা করেন- এমন গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির পক্ষে ৬১১ জন ব্যবহারকারী ভোট দেওয়ায় IMDb-তে ৮.৫ রেটিং পেয়েছে।
মেজর (Major)- মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে আদিবী শেশার এই চলচ্চিত্রকে ১৫৬৮৬ জন ব্যবহারকারী ভোট দেওয়ায় IMDb-তে ৮.৪ রেটিং পেয়েছে।