Skip to content

ভারতের এই রাজ্যগুলোর রেলওয়ে স্টেশন সবথেকে পরিষ্কার, রইল তালিকা

    img 20220803 114122

    যাত্রী সুবিধার্থে নানা সময় নানারকম নিয়ম বের করে ভারতীয় রেল (indian railway)। যাত্রীদের কথা মাথায় রেখে দিয়ে চলেছে একের পর এক দুর্দান্ত পরিষেবা ও বিশেষ সুবিধা। যাত্রীদের চলার পথে যাতে কোন সমস্যা না হয়, সেজন্য সর্বদা সজাগ থাকে রেল কর্তৃপক্ষ। যেমন আপনি বাড়ি বসে আগে থাকতে আপনার টিকিট অনলাইনে রিজার্ভ করে নেওয়া থেকে পছন্দমত সিট বেছে নেওয়া সবকিছুই করতে পারেন যাত্রীরা।

    তবে এবার আপনাদের জানাব ভারতের এমন কিছু রেল স্টেশন (railway station) রয়েছে, যেগুলো সবথেকে বেশি পরিস্কার বলে গণ্য করা হয়।

    img 20220803 113746

    জম্মু তাউই স্টেশন (Jammu Tawi)- জম্মু ও কাশ্মীর রাজ্যের বৃহত্তম রেলওয়ে স্টেশন হল জম্মু তাউই। ভারতের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম হল এই স্টেশনটি। এখানে পর্যটকরা ভ্রমণের জন্য এলেও, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। কাশ্মীর উপত্যকার মাঝে সমতলভূমির মতো জম্মু ও কাশ্মীরের এই রেলস্টেশনটি খুব পরিষ্কার থাকে।

    img 20220803 113727

    হরিদ্বার স্টেশন (Haridwar railway station)- ধর্মীয় স্থানের জন্য বেশ বিখ্যাত স্থান হরিদ্বার। ভারতের সবথে পরিষ্কার স্টেশনগুলোর মধ্যে হরিদ্বার স্টেশনও স্থান পেয়েছে।

    img 20220803 113713

    বিজয়ওয়াড়া স্টেশন (Vijayawada Junction railway station)- পরিচ্ছন্নতার দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে অবস্থিত বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। বিজয়ওয়াড়ার মন্দিরগুলি খুব বিখ্যাত হওয়ায় পর্যটকরা অনেক দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণের জন্য আসে।

    img 20220803 113654

    যোধপুর স্টেশন (Jodhpur Junction railway station)- পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে রক্ষণাবেক্ষণ সবকিছুই বেশ করা নজরদারির মাধ্যমে দেখভাল করা হয় যোধপুর স্টেশনে। এখানে বিশ্বমানের সুবিধা পেয়ে থাকেন যাত্রীরা।

    img 20220803 113637

    জয়পুর স্টেশন (Jaipur Junction)- পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর শহরটি যতটা পরিষ্কার, ঠিক ততোটাই পরিষ্কার এই শহরের স্টেশন অর্থাৎ জয়পুর জংশন স্টেশনটি। জয়পুর হল রাজস্থানের একমাত্র স্টেশন, সেখান থেকে প্রতিদিন 88 টি ব্রডগেজ এবং 22 টি মিটার গেজ ট্রেন স্টেশনে প্রবেশ করে এবং সেখান থেকে ছেড়েও যায়। পাশাপাশি পর্যটনকেও বেশ উৎসাহিত করে এই ট্রেন।