সাধারণ ডান হাত দিয়েই সকলকে নিজের কাজকর্ম করতে দেখা যায়। তবে আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, যারা ডান হাত অপেক্ষা বাম হাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাঁদের সমস্ত কাজকর্মই তাঁরা বাম হাত দিয়েই করে থাকেন। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক সেলেব তারকারাও কিন্তু বাম হাত দিয়েই তাঁদের কাজকর্ম করে থাকেন। আসুন দেখে নেওয়া যাক, বলিউডের বাঁহাতি (left handed) তারকাদের তালিকা-
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের বগ বি অমিতাভ বচ্চন বছর ৮০ পেরিয়েও এখনও যেন হ্যান্ডহাম হাঙ্ক। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে, তরুণ প্রজন্মের অভিনেতাদের গুণে গুণে গোল দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তবে এই অভিনেতা বাঁহাতি হলেও, তাঁর ডান হাত সমানভাবেই ছুটতে থাকে।
সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)- বলিউডে একাধিক সুপারহিট ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। তবে এই অভিনেত্রী কিন্তু মূলত বাঁ হাতকেই প্রাধান্য দিয়েই লেখালেখিতে বাম হাতই ব্যবহার করেন।
করণ জোহর (Karan Johar)- বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও কস্টিউম ডিজ়াইনার করণ জোহর বলিউডের বিখ্যাত একজন ব্যক্তিত্ব। জানা গিয়েছে, বাস্তব জীবনে তিনিও কিন্তু বাঁহাতি (left handed)।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan)- বিগ বি অমিতাভ বচ্চনের ছেলে এবং জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনও কিন্তু এই দলেরই একজন। এই অভিনেতাকেও বাম হাত দিয়েই তাঁর সবকাজ করতে দেখা যায়।
আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur)- বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে আদিত্য রায় কাপুর অন্যতম। ‘আশিকি ২’ চলচ্চিত্রে হাত ধরে বলিউডে পা রাখা এই অভিনেতাও কিন্তু বাঁহাতি (left handed)।