Skip to content

মাত্র ৮ ঘণ্টাতেই পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি! রইল ‘বন্দে ভারত এক্সপ্রেস’র খাবারের তালিকা

    img 20221229 194209

    যাত্রার অপেক্ষায় ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express) আগামীকাল অর্থাৎ ৩০ শে ডিসেম্বরেই রাজ্যে প্রথম যাত্রা শুরু করবে দুরন্ত গতির এই ট্রেন। রেল সূত্রে খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাত্রাপথের এই ট্রেনের উদ্বোধন করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    জানিয়ে রাখি, ইতিমধ্যেই হাওড়া স্টেশনে চলে এসেছে এই ‘বন্দে ভারত এক্সপ্রেস’। বর্তমান সময়ে লিলুয়ায় সর্টিং ইয়ার্ডে থাকা এই ট্রেনটি পরিদর্শন করতে হাওড়ার ডিআরএম মণীশ জৈন-সহ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রবিবার দুপুরেই সেখানে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, সেইসঙ্গে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের থেকে এই ট্রেনটির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকেন।

    img 20221229 194228

    গোটা দেশে এই নিয়ে মোট ছয়টি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ হল। তবে দেশের জন্য ষষ্ঠ হলেও, রাজ্যের জন্য এটিই প্রথম। নীল সাদা রঙের এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে। সেইসঙ্গে জানা গিয়েছে, অন্যান্য ট্রেনের এই যাত্রা অতিক্রম করতে ১২ ঘন্টা লাগলেও, এই ট্রেনটি মাত্র ৮ ঘন্টায় অর্থাৎ অন্যান্য ট্রেনের থেকে ৪ ঘণ্টা আগেই গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

    এই ট্রেন সম্পর্কে জানা গিয়েছে, ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটতে সম্পন্ন এই ট্রেন। হাওড়া থেকে ভোর ৫ টা বেজে ৫০ মিনিটে ছেড়ে এই ট্রেনটি দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাবে। আবার এই ট্রেনটি দুপুরে ২ টো বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর রাত ১০ টা ৫০ মিনিটে পৌঁছাবে হাওড়ায়।

    img 20221229 194050

    সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে থাকছে চালের ভাত, ডাল, তরকারি, সেইসঙ্গে ঘুরিয়ে-ফিরিয়ে থাকবে মাছের ঝোল, ফিশ ফ্রাই এবং মুরগির মাংসের মতো খাবারও। সঙ্গে পাওয়া যাবে চা এবং কফিও। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষ এখনও বিশেষ কিছু জানায়নি।