Skip to content

কেউ ৫ ফুট তো কেউ ৬ ফুট! টলিউডের এই ৬ সুন্দরী অভিনেত্রীর উচ্চতা জেনে চমকে যাবেন আপনিও

    img 20220706 150856

    সারাদিনের কাজের ফাঁকে মানুষ কিছুটা বিনোদনের জন্য অপেক্ষা করে থাকে। এই বিনোদনের বিষয়টা এক এক একজনের কাছে এক একরকম। কেউ পছন্দ করেন গেম খেলতে, কেউ গান শুনতে, কেউ বা আবার সিরিয়ালে মন দিতে, আবার অনেকে ফাঁকা সময়ে ভালো কোন সিনেমা দেখতেও পছন্দ করেন। তবে শুধু সিনেমা দেখাই নয়, সেইসঙ্গে সেলিব্রিটিদের জীবনের খুঁটিনাটি জানতেও তাঁরা আগ্রহী হয়। আর এই তালিকায় সবার প্রথমেই থাকে নায়িকাদের নাম। অভিনেত্রীদের জীবনধারা জানতে তাঁদের ফ্যানরা সর্বদা উদগ্রীব হয়ে থাকে।

    রইল টলিউডের নামজাদা অভিনেত্রীদের কিছু ব্যক্তিগত অজানা বিষয়।

    Koel Mallick

    কোয়েল মল্লিক (Koel Mallick)- ৫.৫ ফুট উচ্চতা বিশিষ্ট টলি অভিনেত্রী কোয়েল মল্লিককে তাঁর অভিনয় কেরিয়ারে কোন বিতর্ক ছুঁতে পারেনি। বাবা রঞ্জিত মল্লিকও চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট ব্যক্তিতে। তবে বর্তমানে সংসার এবং ছেলে সামলানোর পাশাপাশি কেরিয়ারেও ফোকাস রেখেছেন কোয়েল।

    Srabanti Chatterjee

    শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)- শিশু শিল্পী হিসাবে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তারপর আবার ফিরে আসেন নায়িকা হয়ে। টলিউডের অন্যাতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন সবকিছুর জন্যই সর্বদা সংবাদ শিরোনামে থাকেন। জানিয়ে রাখি, শ্রাবন্তীর উচ্চতা (height)  ৫.৩ ফুট।

    Subhasree Ganguly

    শুভশ্রী গাঙ্গুলি (Subhasree Ganguly)- টলি ইন্ডাস্ট্রির অন্যতম লম্বা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘চ্যালেঞ্জ’র মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। তারপর অভিনেতা দেবের সঙ্গে দীর্ঘদিনের প্রেম, তারপর ব্রেকআপ। আর এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী হয়ে ছেলে সামলানোর পাশাপাশ কেরিয়ারও সামলাচ্ছেন ৫.৫ ফুট উচ্চতার (height) শুভশ্রী।

    Kaushani Mukherjee

    কৌশানি মুখার্জী (Kaushani Mukherjee)- ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে ২০১৫ সালে টলিউডে পদার্পণ করেন অভিনেত্রী কৌশানি মুখার্জী। ৫.৪ ফুট উচ্চতা (height) বিশিষ্ট এবং ৩০ বছর বয়সী এই অভিনেত্রী কয়েকটি সিনেমা করলেও, তর মধ্যে বেশিরভাগই ফ্লপ হয়েছে।

    Mimi Chakraborty

    মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- ধারাবাহিক দিয়ে নিজেরভ কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারপর ধীরে ধীরে চলচ্চিত্রে হাতেখড়ি হয় তাঁর ‘বাপি বাড়ি যা’ ছবির হাত ধরে। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমান সময়ে ৫.৫ ফুট উচ্চতা বিশিষ্ট এই অভিনেত্রীর বয়স প্রায় ৩২ বছর।

    Priyanka Sarkar

    প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)- রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এর আগে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর কেরিয়ারের শীর্ষে গিয়ে অভিনেতা রাহুলের সঙ্গে প্রেম বিয়ে, সন্তানের পর বর্তমানে জনপ্রিয় জুটি রাহুল প্রিয়াঙ্কা আলাদা থাকেন। তবে নিজের জীবনে কিন্তু কেউই থেমে থাকেননি। ৩০ বছর বয়সী এবং ৫.৫ ফুট উচ্চতা বিশিষ্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার একা ছেলেকে মানুষ করার পাশাপাশি নিজের কেরিয়ারেও ফোকাস করছেন।