Skip to content

এক সময় জাওয়ানি জিন্দাবাদের মতো হিট সিনেমা দেওয়া অভিনেত্রী ফারাহ নাজের বর্তমান রূপ দেখে চেনা দায়, দেখুন ছবি

  img 20220617 123832

  ৯০ দশকের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন ফারাহ নাজ (Farah Naaz)। সেইসময় একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। পাশাপাশি সিলভার স্ক্রিনে জুটি বাঁধতে দেখা গিয়েছে ঋষি কাপুর, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, মিঠুন, গোবিন্দ, আমির খানের মত বড় বড় সেলেবদের সঙ্গেও।

  জানিয়ে রাখি, বলি অভিনেত্রী টাব্বুর দিদি ছিলেন ফারাহ নাজ (Farah Naaz)। তবে সেইসময় ইন্ডাস্ট্রিতে বেশ রাগী অভিনেত্রী হিসাবে তাঁর সুনাম ছিল। তিনি যেমন রাগী ছিলেন, তেমনই কোন মিথ্যে কথা তিনি একদম পছন্দ করতেন না।

  ১৯৮৫ সালে ‘ফাসলে’ ছবিতে ফারাহ নাজকে প্রথম ব্রেক দিয়েছিলেন যশ চোপড়া। কিন্তু তারপর যশ চোপড়ার স্ত্রীয়ের সঙ্গে একটা ঝামেলা হয়ে যায় অভিনেত্রীর। এমনকি ‘কসম ভার্দি কি’ ছবির সেটে অভিনেতা চাঙ্কি পান্ডেকে সবার সামনে মারধরও করেন এই অভিনেত্রী। তিনি জানান, চাঙ্কি পান্ডে সর্বদা ‘আই অ্যাম দ্যা ম্যান’ বলে নোংরা মজা করতেন, যা তিনি একেবারেই পছন্দ করতেন না।

  এখানেই শেষ নয়, এই অভিনেত্রীর রাগের আরও অনেক গল্প রয়েছে। একবার চলচ্চিত্র নির্মাতা জেপি দত্তের পার্টিতে গিয়ে ফারুক নাদিয়াদওয়ালা বিয়ার খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ফারাহ নাজকে। এই প্রস্তাব পেয়ে বেজায় চটে যান অভিনেত্রী এবং সর্বসক্ষেই তাঁকে চড় মারেন তিনি।

  জানিয়ে রাখি, বিন্দু দারা সিং যখন সিনেমায় নিজের জায়গা তৈরি করার জন্য লড়াই করছিলেন, সেইসময় ফারাহ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন। দুজনেই বাড়ির অমতে গিয়ে কেরিয়ারের একেবারে শীর্ষে থাকাকালীন বিন্দু দারা সিংকে বিয়ে করেন ফারাহ নাজ। কিন্তু বিন্দুর পরিবার ফারাহার অভিনয় নিয়ে আপত্তি জানাতেই, বিয়ের ৬ বছরের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যায়।

  তবে এই বিয়ে থেকে বেরিয়ে রাশিয়ান মডেলকে বিয়ে করেন বিন্দু দারা সিং। অন্যদিকে একা না থেকে অভিনেতা সুমিত সেহগালের সঙ্গে বিবাহ বন্ধনে আবব্ধ হন ফারাহ নাজ (Farah Naaz)। বর্তমান সময়ে স্বামী, ছেলে নিয়ে মুম্বাইতে সুখে সংসার করছেন তিনি। তবে বয়সের ভারে তাঁর সৌন্দর্যতায় কিছুটা ভাঁটা পড়ে গিয়েছে।