Skip to content

ভ্রমণের ইচ্ছেতে বাধা হচ্ছে অর্থ! চিন্তার কারণ নেই, ভারতেই রয়েছে এমন ৫ টি স্থান যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে

    img 20220727 153012

    কর্মব্যস্ত জীবনের ফাঁকে কিছুটা সময় বের করে সকলেই চান কাছেপিঠে কোথাও ঘুরে আসতে। তবে খরচের কথা চিন্তা করে খুব বেশি দূরে যাওয়ার কথা অনেক মধ্যবিত্ত মানুষই কল্পনা করতে পারেন না। তবে যদি এমন হয়, ঘুরতে গেলেন, অথচ কোন অর্থই খরচ হল না আপনার! তাহলে কেমন হয়? ভারতেই এমন কিছু জায়গা আছে, যেখানে ভ্রমণের জন্য গেলে আপনার থাকা খাওয়া সমস্ত কিছুই হবে সম্পূর্ণ বিনামূল্যে। রইল তালিকা-

    img 20220727 152735

    ইশা ফাউন্ডেশন (Isha Foundation)- কোয়েম্বাটুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান পরিচালনার দায়িত্বে আছেন সদগুরু। এখানে একেবারে অন্যরকম পরিবেশের অনুভূতি হবে আপনার। এখানে অনুষ্ঠিত যোগব্যায়াম, মেডিটেশন ইত্যাদিতেও অংশ নিতে পারবেন আপনি। এখানেই রয়েছে আদিযোগী শিবের একটি খুব সুন্দর এবং বড় মূর্তি। আবার এই ইশা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যোগ দিয়ে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন আপনি।

    img 20220727 152842

    গোবিন্দ ঘাট গুরুদ্বার (Gurdwara Gobind Ghat)- পরিকল্পনা করলেও অনেকেরই সাধ্যের বাইরে থেকে যায় দেবভূমি উত্তরাখন্ড ভ্রমণ। উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দা নদীর পাশেই অবস্থিত গোবিন্দ ঘাট গুরুদ্বারে পর্যটক, ট্রেকার এবং ভক্তদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থার সঙ্গে পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগের ব্যবস্থাও।

    img 20220727 152756

    মানিকরণ সাহিব গুরুদ্বার (Gurudwara Sahib Manikaran)- স্বপ্ন থাকলেও অনেকেরই সাধ্যের মধ্যে থাকে না হিমাচল প্রদেশ ভ্রমণ। কারণ এখানে হোটেলের ভাড়া বেশ বেশি থাকে। তবে এখানে ভ্রমণের জন্য এসে পার্বতী নদীর পাশেই অবস্থিত মানিকরণ সাহেব গুরুদ্বারে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে এবং সঙ্গে খাওয়ায় সুবিধা পারবেন আপনিও।

    img 20220727 152914

    তিব্বতি বৌদ্ধ মঠ (Tibetan Buddhist Monastery)- কম খরচে আপনি উত্তরপ্রদেশ ভ্রমণ করে নিতে পারেবন। এখানে অবস্থিত ঐতিহাসিক সারনাথ মঠে এক রাত থাকার ভাড়া মাত্র ৫০ টাকা। ভগবান বুদ্ধের রূপ শাক্যমুনির মূর্তি বিশিষ্ট এই মঠটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে লাধন ছোটরুল মোনালাম চেনামো ট্রাস্ট।

    img 20220727 152821

    আনন্দাশ্রম (Anandashram)- ‘God’s Own Country’ বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য্যের স্থল কেরালাকে। সেখানকার সুন্দর পাহাড় ও সবুজের মাঝে আনন্দাশ্রমে তিনবার বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে বিনামূল্যে থাকার ব্যবস্থাও।