Skip to content

2023 সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এই 10টি চলচ্চিত্র, যার মধ্যে ফ্লপের তালিকায় রয়েছে এতগুলো বিগ বাজেট ও বড় তারকার ছবি

  img 20230515 202607

  ২০২৩ সালের এপ্রিল মাসে, বক্স অফিসে অনেক ধানসু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। প্রসঙ্গত, বক্স অফিসে আসা সব ছবির অবস্থা খুব একটা ভালো নয়। তবে কিছু সিনেমা আছে যেগুলো ভালো আয় করেছে। একই সময়ে, কিছু চলচ্চিত্র তাদের দম হারিয়েছে। কিছু চলচ্চিত্র আয়ের দিক থেকে বিপর্যয় প্রমাণিত হয়েছে। বলে রাখি, বড় তারকাদের ছবিও মুক্তি পেয়েছে এপ্রিলে। কিন্তু এর পরেও সেই ছবিগুলো বক্স অফিসে হামাগুড়ি দিতে দেখা গেছে। বক্স অফিস কালেকশনের এমন অবস্থা দেখে অনেক নির্মাতাই তাদের ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছেন বা মুক্তির তারিখও পরিবর্তন করছেন।

  img 20230515 185817

  এপ্রিলেই মুক্তি পায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এছাড়া চলতি মাসে মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভুর ছবি শকুন্তলম। আদিত্য কাপুরের গুমরাহ’ও ২০২৩ সালের এপ্রিলে মুক্তি পায়। এছাড়া মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাশি চক্রবর্তীর অভিষেক হয় ব্যাড বয় ছবির মাধ্যমে। একই সময়ে মুক্তি পেয়েছে দক্ষিণের ছবি রাবনাসুর, বিরূপাক্ষ।

  img 20230515 190216

  img 20230515 190136

  এছাড়াও এপ্রিলের শেষের দিকে, বিক্রম এবং ঐশ্বরিয়া রাই-এর ফিল্ম পন্নিয়ান সেলভান ২ মুক্তি পায়। এর মধ্যে অনেক ছবিই বক্স অফিস কালেকশনে বিশাল পতাকা তুলেছে। কিন্তু কিছু ছবি আবার বক্স অফিসে দারুণ ধাক্কা খেয়েছে। যার মধ্যে রয়েছে বড় তারকাদেরও ছবি।

  img 20230515 190013

  মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ এর এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এই ১০ টি ছবির মধ্যে মাত্র তিনটি ছবি বক্স অফিসে দোলা দিতে সক্ষম হয়েছে। বাকি সকল ছবিগুলো উঠে এসেছে ফ্লপের তালিকায়। এছাড়াও কিছু ছবি রয়েছে যা তাদের বাজেটের আশেপাশেও আয়ের দিক থেকে পৌঁছাতে পারেনি। আবার অতি সামান্য বাজেটে তৈরি হওয়া ছবিও দুর্দান্ত ব্যবসা করে চলেছে।