মানবতাকে লজ্জা দেয় এমন একটি হৃদয় বিদারক ছবি প্রকাশ্যে এসেছে মুঙ্গেলি জেলার লোরমি এলাকা থেকে। যেটি শুনে হুঁশ উড়ে যাবে আপনারও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সদ্য জন্মানো একদিনের সন্তানকে কুকুরদের মাঝখানে রেখে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সারারাত ওই কুকুরগুলো শিশুটিকে দেখাশোনা করেছে।
শিশুটির কোন রকম ক্ষতি না করে স্বযত্নে নবজাতিকাকে আগলে রেখেছে কুকুরগুলো। সত্যিই মানবতা আজ কোথায়। যে মানবতা পশুদের মধ্যে দেখা যাচ্ছে, তা মানুষের মধ্যে নেই। পরের দিন সকালে গ্রামবাসীর নজর পড়ে শিশুটির ওপর। এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়। খবরটি পেয়ে লোরমী থানার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ তাৎক্ষণিকভাবে নবজাতককে নিয়ে মাতৃশিশু হাসপাতালে পৌঁছে দেয়। এখানে নবজাতক মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা করা হয়, এবং শিশু যত্ন মুঙ্গেলিতে রেফার করা হয়। জানা যায়, সারারাত শরীরে কোন কাপড় ছাড়াই শুয়েছিল এই শিশু কন্যাটি। কিন্তু কুকুরগুলো তাকে সম্পূর্ণ নিরাপদে রেখেছিল। শিশুটিকে যে মা জন্ম দিয়েছে তার চেয়েও ভালো মানবতা দেখিয়েছে সমাজের কুকুরগুলো
খবর অনুযায়ী,এ ঘটনায় এখন ও পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা না হলেও তদন্ত চলছে, তারপর মামলা দায়ের করা হবে। বিশেষ কথা হলো মানুষের মধ্যে মানবতা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, এখনো পর্যন্ত শিশুটির পরিবারের কাছ থেকে কোনো সারা পাওয়া যায়নি। এমন কি তার মা ও এগিয়ে আসেননি বলে জানা যাচ্ছে।