Skip to content

সাহায্য করছেন বিনামূল্যে, গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের কণ্ঠস্বর হয়ে উঠছেন এই আইনজীবী

  নারী পুরুষ সমান বলা হলেও, আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সমাজে মেয়েদের অবহেলিত হতে দেখা যায়। এখনও তাঁদের হয়রানির শিকার হতে দেখা যায়। কখনও বাড়িতে, তো কখনও শ্বশুরবাড়িতে। আবার কখনও রাস্তাঘাটে, তো কখনও অফিসে।

  প্রাচীনকাল থেকে চলে আসা নারী পুরুষের বৈষম্য আজও দেখা যায় আমাদের সমাজে। সমাজে দুজনেরই সমান অধিকার থাকলেও, ছেলেদের অপেক্ষা মেয়েরা স্বাধীনতার দিক থেকে এখনও অনেকখানি পিছিয়ে রয়েছে। সংসারের পেছনে সমস্ত জীবন উৎসর্গ করে দিলেও, আজও সম্মান পায়ন না অনেক মহিলাই।

  গার্হস্থ্য সহিংসতার শিকার হওয়া নারীদের জন্য আমাদের দেশে অনেক আইন থাকলেও, অনেকেই তা জানেন না। অনেকেই লাঞ্ছনার শিকার হওয়ার পর আইনের দারস্থ হলেও, ঠিক কোন পথে বিচার পাবেন, সেটাই জানেন না।

  এই বিষয়ে মহিলাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন অপর এক নারী। পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আলেকজান্দ্রা ভেনাস বক্সি (alexandra venus bakshi), গার্হস্থ্য সহিংসতার শিকার মহিলাদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের জন্য কাজ করেন।

  এডভোকেট আলেকজান্দ্রা ভেনাস বক্সীর (alexandra venus bakshi) কথায়, মানুষ বা অন্য কোন প্রাণী যদি নিজেই অন্য মানুষের কষ্ট অনুভব করে, তবে তা সংবেদনশীলতা। আর এই ধরণের সংবেদনশীলতা অনেক কম মানুষের মধ্যে পাওয়া যায়। সেই কারণে এই বিষয়ের উপর বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

  দিল্লির গার্গী কলেজ থেকে স্নাতক শেষ করার পরে তার আইনী পড়াশোনা শেষ করে বর্তমানে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসাবে কাজ করার পাশাপাশি গত ১০ বছর ধরে নির্যাতিতা মহিলাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন তিনি। নয়ডার সেক্টর ৩১-এ বাসরত এই আইনজীবী অন্যের কষ্ট খুব সহজেই অনুভব করতে পারে এবং অনেক সময় দুর্বল মহিলাদের কাছ থেকে কোনও ফিস নেন না।

  এইসকল ক্ষেত্রে অনেক সময় অনেক নিপীড়িতা মহিলা আইনের দারস্থ হলে, সমাজে তাঁকে নিয়ে নানারকম ঠাট্টা তামশা করা হয়। শুধু তাই নয়, অনেক সময় বাকা চোখে দেখাও হয় তাঁকে। সেই কারণে আলেকজান্দ্রা (alexandra venus bakshi), তাঁর কাছে আগত মহিলাদের পরিচয় সম্পূর্ণটাই গোপন রেখে এই বিষয়ের উপর কাজ করে। বিশেষত লকডাউনের সময় গৃহবন্দি হয়ে অনেক মহিলাকে লাঞ্ছিত হতে হয়েছিল। সেইসময় তিনি মোবাইল নম্বরের ব্যবস্থা করে, মাঝরাতেও মহিলাদের সাহায্য করেছিলেন।

  শুধুমাত্র সমাজের নিপীড়িতা মহিলাদের পাশে থাকাই নয়, সেইসঙ্গে আরও একটি বিষয়ের সঙ্গে যুক্ত আছেন আলেকজান্দ্রা। আইনজীবী হওয়ার পাশাপাশি আলেকজান্দ্রা একজন ঔপন্যাসিক ও কবিও। সমাজের অন্যায় অত্যাচারের কথা মাথায় রেখে প্রতিবাদস্বরূপ তাঁর লেখা উপন্যাস ‘দ্য ইলেভেন স্টোরিজ অব দ্য বিগিনিং’। এই উপন্যাস সমাজের সকল স্তরের মানুষের, বিশেষত মহিলাদের বেশি করে পড়া উচিত।