ছোটবেলায় পড়াশুনা করার সময় তাঁর মনে হয়েছিল, বড় হয়ে কিছু করে দেখাতে হবে। ইচ্ছে ছিল কলেজের পড়া শেষ করে একটা চাকরী করে, তারপর সেই চাকরী ছেড়ে কোন বড় কাজ করার। এমনটাই স্বপ্ন দেখেছিলেন সঞ্জীব বিকচন্দানি (Sanjeev Bikhchandani)।
বাড়ির চাকরের ঘর থেকে কাজ করা শুরু করেন সঞ্জীব বিকচন্দানি (Sanjeev Bikhchandani)। এক বন্ধুর সঙ্গে মিলিতভাবে ১৯৯০ সালে দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন সঞ্জীব বিকচন্দানি। ইন্ডমার্ক এবং অন্যটির নাম ইনফোজ এই কোম্পানি দুটোতে দুজনে একসঙ্গে কাজ করার ৩ বছর পর, ১৯৯৩ সালে তারা আলাদা হয়ে যায়। সঞ্জীব বিকচন্দানির ভাগে পড়েছিল Infoaze I. Infoease।
যেহেতু প্রথম জীবনে ভালো উপার্জন ছিল না, তাই কোচিং ক্লাস করিয়ে মাসিক ২০০০ টাকা উপার্জন করে সেটা দিয়েই নিজের খরচ মেটাতেন সঞ্জীব বিকচন্দানি (Sanjeev Bikhchandani)। এইভাবে ১১৯৬ সালে একদিন দিল্লীতে একটি আইটি এশিয়া প্রদর্শনীতে একটি স্টলে BBB দেখে সেখানে এগিয়ে যান সঞ্জীব। সেখানে গিয়ে জানতে পারেন BSNL-র ই-মেইল অ্যাকাউন্ট বিক্রি হচ্ছে। আর তিনি সেখানের বিক্রেতার থেকে জেনে নেন এই ই-মেইলটি কী এবং কীভাবে এটি ব্যবহৃত হয়।
বিষয়টি শোনার পর বিক্রেতাকে একটি ওয়েবসাইট তৈরি করতে বলেন সঞ্জীব। কিন্তু তিনি জানান, সমস্ত সার্ভার আমেরিকায় থাকার কারণে তিনি তা তৈরি করতে অক্ষম। এরপর সঞ্জীব তাঁর আমেরিকা নিবাসী ভাই যিনি সেখানকার একটি বিজনেস স্কুলের প্রফেসর ছিলেন, তাঁকে বিষয়টি জানান এবং বলেন একটি ওয়েবসাইট শুরু করার জন্য একটি সার্ভার প্রয়োজন তাঁর। কিন্তু এই মুহূর্তে তাঁর কাছে অত টাকা না থাকায়, টাকা পরে দেবেন বলেন।
সমস্ত বিষয়টা শুনে এগিয়ে আসেন সঞ্জীবের সেই ভাই। আর সঞ্জীবের জন্য Naukri.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে দেন। কিন্তু ওয়েবসাইটটি তৈরি করলেও, তখন সেটি চালু করা যায়নি। পরবর্তীতে ৯০ দশকের মাঝামাঝি সময়ে যখন চাকরীর বাজার খারাপ চলছিল, তখন এই Naukri.com ওয়েবসাইটটি কিছু ডেটা সহ চালু করেন সঞ্জীব। ব্যাস, তারপর থেকে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
প্রথম বছরে মাত্র আড়াই লাখ টাকার ব্যবসা দিলেও, সেখানে ৮০ শতাংশ চাকরী বিনামূল্যে দেওয়া হয়েছিল। তারপরের বছর ১৮ লাখের ব্যবসা দেয় Naukri.com। আর আজকের দিনে ৮৫৭৬০ কোটিরও বেশি টাকার ব্যবসা দিচ্ছে এই ওয়েবসাইট। জানিয়ে রাখি, ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত হয়েছেন এই সংস্থার প্রযোজক সঞ্জীব বিকচন্দানি (Sanjeev Bikhchandani)।