Skip to content

সম্পূর্ণ বদলে গিয়েছেন ‘নদীয়া কে পার’ ছবির ‘গুঞ্জা’, রইল সাধনা সিং-র একগুচ্ছ ছবি

    img 20220822 211113

    ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র ‘নদীয়া কে পার’। সেই সময়ে এই ছবিটি দারুণ হিট করেছিল। ছবিতে চন্দনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শচীন পিলগাঁওকরকে এবং গুঞ্জার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সাধনা সিং (sadhana singh)।

    এই ছবিতে সাধনা সিং এবং শচীন পিলগাঁওকরের দারুণ রোমান্সের পাশাপাশি ছবির গানগুলোও সমান পরিমাণে হিট করেছিল। তবে বর্তমান সময় একেবারেই বদলে গিয়েছেন এই ছবির অভিনেত্রী সাধনা সিং (sadhana singh)। তাঁর চেহারা দেখলে, চিনতে ভুল হয় ভক্তদের।

    বর্তমান সময়ে আর টিভির পর্দায় না দেখা গেলেও, স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। প্রায়শই নেটদুনিয়ায় নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করে নেন এই অভিনেত্রী। কখনও তাঁকে দেখা যায়, পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করতে, আবার কখনও বা সেলফি তুলে সেই ছবি আপলোড করতে।

    জানিয়ে রাখি, নেটদুনিয়ায় সক্রিয় থাকার সুবাদে প্রায়শই সাধনা সিং (sadhana singh)-র একাধিক ছবি দেখা যায় স্যোশাল মিডিয়ায়। যার ফলে অভিনেত্রীর বর্তমান সময়ের ছবি দেখে চিনতে ভুল হচ্ছে তাঁর ভক্তদের। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘আপনার ছবি দেখে বিশ্বাসই হচ্ছে না, এটা আপনি’।