Skip to content

নতুন চমক নিয়ে পর্দায় ফিরছেন গুনগুন, গঙ্গারাম, খুকুমণিরা! দেখা যাবে এই বিশেষ বেশে

    img 20220710 150101

    রোজনামাচার কাজের ফাঁকে কিছুটা হলেও মানুষকে আনন্দ দেয় বিনোদন। আর বিনোদনের মধ্যে কিছু মানুষের প্রথম পছন্দ থাকে ধারাবাহিক। সন্ধ্যে হতেই তাই টিভির রিমোট হাতে নিয়ে বসে পড়েন সিরিয়াল প্রেমী মানুষজন। তবে চ্যানেলগুলোতে একাধিক নতুন সিরিয়ালের ভিড়ে মাঝে মধ্যে চাপা পড়ে যায় পুরনো জনপ্রিয় সিরিয়াল। আর তখনই সেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন নির্মাতার।

    এইভাবে কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারী’ (Khukumoni Home Delivery)। যার ফলে এখন আর টিভির পর্দায় দেখা যাচ্ছে না পর্দার খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিতকে (Dipanwita Rakshit)। সেই কারণে দীপান্বিতার ফ্যানরাও তাঁকে আবারও টিভির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

    img 20220710 145850

    অন্যদিকে টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে স্টার জলসার আরও দুই জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ (Khorkuto) এবং ‘গঙ্গারাম’ (Gangaram)। যার ফলে কিছুদিন পর থেকেই আর পর্দায় দেখা যাবে না অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা অভিষেক বোসকে (Abhishek Bose)। তবে এই সকল তারকাদের ফ্যানদের জন্য এক সুখবর শোনাল চ্যানেল কর্তৃপক্ষ। খুব শীঘ্রই নতুন রূপে দেখা যেতে চলেছে এই তারকাদের।

    img 20220710 145917

    একদিকে যদি ধারাবাহিক মানুষের প্রথম পছন্দ হয়, তাহলে এরপরেই রয়েছে রিয়্যালিটি শোয়ের স্থান। একদিকে যেমন দর্শকমণ্ডলি সারা সপ্তাহ ধরে ধারাবাহিকে মনোনিবেশ করে, ঠিক তেমনি সপ্তাহে অপেক্ষা করে থাকে ‘সারেগামাপ’, ‘ইস্মার্ট জোড়ি’র জন্য। তবে এবার শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে স্টার জলসার সেলিব্রিটি রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। আর সেই জায়গায় জায়গা করে নেবে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Season 3)। এখানেই থাকছে একের পর এক বড় চমক।

    সূত্রের খবর, এই শো বিচারকের আসন অলংকৃত করবেন অভিনেত্রী মনামি ঘোষ এবং রুক্মিণী সাহা। আর এই শোতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবকে। এই শোতেই আবার থাকছেন তিনজন সেলিব্রিটি মেন্টর, যাদের মধ্যে রয়েছেন দীপান্বিতা, তৃণা এবং অভিষেক। অর্থাৎ আপনাদের সকলের প্রিয় খকুমণি, গুনগুন এবং গঙ্গারাম।

    img 20220710 145902

    এই বিষয়ে তৃণা সাহা (Trina Saha) জানিয়েছেন, ‘আমি কোন দিন কোন কিছু পরিকল্পনা করে করিনি। আর এক্ষত্রেও তাই হয়ছে’। অন্যদিকে দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) জানান, ‘অভিনেত্রী হওয়ার পূর্বে আমি একজন নৃত্যশিল্পী ছিলাম। কিন্তু অভিনয়ের চাপে নাচকে যেন কোথায় হারিয়ে ফেলেছিলাম। আর এই শো আবারও আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে এসেছে’।