Skip to content

রেল যাত্রীদের জন্য দারুন খবর, এবার লোকাল ট্রেনেই যাওয়া যাবে হাওড়া থেকে সোজা বাঁকুড়া

    img 20230514 184944

    বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে পরিচিত ভারতীয় রেল (Indian Railway)। ভারতের গণপরিবহনের মেরুদন্ড হিসেবে বিবেচনা করা হয় রেল’কে। এই পথ ধরে প্রতিনিয়ত লক্ষাধিকের বেশি মানুষ তাদের গন্তব্য স্থানে পৌঁছায়। সবচেয়ে সস্তা ও দ্রুত ভ্রমণের জন্য রেলের বিকল্প আর কিছু নেই। যাত্রীদের কথা মাথায় রেখে রেলমন্ত্রকও প্রতিনিয়ত বিভিন্ন রকম সুবিধা ও পরিষেবা দিয়ে থাকে।

    img 20230514 185025

    সম্প্রতি রেল তার পরিষেবা, ট্রেন ও প্লাটফর্ম গুলোর দ্রুত উন্নতি করছে। বিমানবন্দরের নয় প্লাটফর্ম নির্মাণেরও কাজ চলছে অনেক জায়গায়। বর্তমানে বহু নতুন হাই স্পিড ট্রেন ও রেল পথের উদঘাটন হয়েছে। এবার রেলের পক্ষ থেকে বড় সুখবর রয়েছে বাঁকুড়া (Bankura) বাসিন্দাদের জন্য। সরাসরি লোকাল ট্রেনেই যোগাযোগ স্থাপন হতে চলেছে হাওড়া- বাঁকুড়া।

    img 20230514 191417

    এই নতুন লোকাল ট্রেনে খুব স্বল্প সমযয়ে পৌঁছে যাওয়া যাবে বাঁকুড়া। যতদূর জানা যাচ্ছে, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের আওতায় থাকা বাঁকুড়া’র ‘মসাগ্রাম’ থেকে হাওড়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। তারজন্য রেলের তরফ থেকে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন এই রেলপথ তৈরি করতে।

    বিষ্ণুপুরের সাংসদ, সৌমিত্র খাঁ-র বক্তব্যে এটা পরিষ্কার যে, খুব শীঘ্রই এই নতুন রেলপথ নির্মাণের কাজ শুরু করা হবে। গত মঙ্গলবার এই রেলপথ নির্মাণের কাজের টেন্ডার ডাকা হয়েছে বলে জানা যায়। এখন শুধু কাজ শুরুর অপেক্ষা করছেন এলাকাবাসীরা। একবার এই নতুন রেলপথ চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া দূরত্ব অনেক কমে যাবে।

    img 20230514 185044

    বর্তমানে সময়ে ট্রেনে বাঁকুড়া-হাওড়া যাতায়াত অনেকটাই ঘুরপথ। এই পথে ভ্রমণে অনেকটা সময় অতিবাহিত হয়ে থাকে। বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত লাইন থাকলে’ও, মসাগ্রাম থেকে হাওড়ার কোন সংযোগ নেই। ফলে, এই রেলপথ নির্মাণের কাজ সমাপ্ত হলে অনেকটাই উপকৃত হবে এলাকার মানুষ। এই রুটে লোকাল ট্রেনও সহজে বাঁকুড়া পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading