চলচ্চিত্র জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যাদের ভাই বোন, কিংবা বাবা মা থেকে শুরু করে ছেলে মেয়েরাও রয়েছেন চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তবে এবার এমন ও অনেক সময় দেখা গিয়েছে, বাবা কিংবা মা সিলভার স্ক্রিনে ঝড় তুললেও, তাঁদের সন্তানরা এই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে রয়েছেন বহুদূরে।
সেরকমই হলেন যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja)। সৌন্দর্য্যের দিক থেকে যে কোন বলি হিরোকে টেক্কা দিতে পারেন এই ব্যক্তি। কিন্তু চলচ্চিত্র জগত থেকে রয়েছেন বহুদূরে। তবে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে যশবর্ধন আহুজা হলেন বলিউডের বিখ্যাত সুপারস্টার গোবিন্দার ছেলে।
৯০-র দশকের দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই অভিনেতা। অভিনয় থেকে শুরু করে তাঁর নাচের ধরণ, কমেডি সবকিছুই ভীষণই পছন্দের ছিল দর্শকদের কাছে। এমনও সময় গিয়েছে যখন একটি বছরে ৩৩ টি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল গোবিন্দাকে (Govinda)।
বলিউডের প্রথম সারির অভিনেত্রী কারিশ্মা কাপুর থেকে শুরু করে রবীনা ট্যান্ডন সকলের সঙ্গেই জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে। একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। তবে বর্তমান সময় বয়সের ভারে তাঁকে আর চলচ্চিত্রের পর্দায় সেভাবে দেখা যায় না। কিন্তু কিছুদিন আগে একটি ইভেন্ট শোতে স্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে গোবিন্দাকে (Govinda)।
আবার বিখ্যাত টেলিভিশন কমেডি শো কপিল শর্মার শোতেও দেখা গিয়েছিল গোবিন্দাকে (Govinda)। সম্প্রতি আবার তাঁকে মেয়ে টিনা আহুজা এবং স্ত্রী সুনিতা আহুজার সঙ্গেও দেখা গিয়েছিল। মন খুলে আনন্দ করা এই অভিনেতার ভাগনা কৃষ্ণা অভিনয় জগতে নাম লেখালেও, গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজাকে (Yashvardhan Ahuja) এখনও সিলভার স্ক্রিনে দেখা যায়নি।
তবে স্যোশাল মিডিয়ায় বেশ অনেক মহিলা ভক্ত রয়েছে যশবর্ধন আহুজার (Yashvardhan Ahuja)। সম্প্রতি ইনস্টাগ্রামে যশবর্ধন আহুজার পোস্ট করা ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এই ছবিতে তাঁকে কালো টি শার্ট এবং বাদামি জ্যাকেট পড়ে লন্ডনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আর এই ছবিই উত্তেজনা ছড়িয়েছে স্যোশাল মিডিয়ায়।