Skip to content

সরকার দিচ্ছে মোটা অংকের ভর্তুকি, ছাগল পালন করে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা

    img 20230225 152346

    গ্রামের দিকে এমন অনেকেই আছেন যারা পশুপালন করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। সেক্ষেত্রে অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে থাকেন। তবে এবার থেকে পশুপালনের ক্ষেত্রে সরকার থেকে মিলবে ওটা অংকের ভর্তুকি। যদি না জেনে থাকেন, তাহলে এখনই জেনে নিন বিস্তারিত।

    ছাগল পালনের ক্ষেত্রে সরকার দেবে প্রায় ২.৪০ লক্ষ টাকা ভর্তুকি। এই প্রকল্পের অধীনে যারা থাকবেন, তাঁদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। এই প্রতিবেদনে সবিস্তারে জেনে নিন ‘বাকরি পালান যোজনা ২০২৩’ (Bakri Palan Yojana 2023) নিয়ে।

    img 20230225 152254

    এক্ষেত্রে আপনাকে প্রথমে বিহার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজে আসার পর, আপনাকে বিভাগটির অংশে কৃষি ও জোটের অধীনে প্রাণী এবং মৎস্য সম্পদের বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে থাকা স্ক্রিনে পরবর্তী পৃষ্ঠাটি খুলবে। যে পৃষ্ঠাটি খুলবে, এই পৃষ্ঠায় আপনাকে সর্বশেষ সংবাদ বিভাগে ছাগলের খামার প্রকল্পের বিকল্পটিতে ক্লিক করতে হবে।

    img 20230225 152243

    এরপর আপনার আবেদনপত্র আপনার স্ক্রীনে দেখা যাবে। এই ফর্মে যা যা নথি চাইবে, সবটাই আপনাকে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় নথি আপলোডও করতে হবে। তারপর পেজটি সাবমিট করে দিতে হবে। এই প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে, আপনার আবেদন সম্পন্ন হবে। তারপর আপনি সরকারের থেকে ভর্তুকি পাওয়ার উপযুক্ত হবেন।