Skip to content

মেয়ের বিয়ের জন্য ৫১ হাজার টাকা দিচ্ছে সরকার, রইল আবেদন পদ্ধতি সহ একাধিক তথ্য

    img 20220623 111715

    চিন্তা নেই আর মেয়ের বিয়ের জন্য। এবার মেয়ের বিয়ের খরচ জোগাবে সরকার। দেবে ৫১ হাজার টাকা। মেয়ের বিয়ের জন্য প্রধানমন্ত্রী শাদি শগুন যোজনা (shadi shagun yojana) নামে একটি প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়ের সময় ৫১ হাজার টাকা দেবে সকার।

    মহিলাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করছে। কখনও কন্যাশ্রী, তো আবার কখন ও রূপশ্রী। এসবের মধ্যে দিয়ে মেয়েদের যাতে কোন সমস্যা না হয়, সেইদিকটা দেখছে সরকার।

    img 20220623 111757

    মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে অবশ্যই তাঁকে স্নাতক হতে হবে। পাশাপাশি বেগম হযরত মহল জাতীয় বৃত্তির (Begum Hazrat Mahal National Scholarship) সুবিধাভোগীরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।

    এই প্রকল্পের সুবিধা নিতে হলে, অবশ্যই মেয়টির জন্মের শংসাপত্র, স্কুলের মার্কশিট, পারিবারিক রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আবেদন খতিয়ে দেখে, তা খারিজ করে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

    img 20220623 111736

    এই প্রকল্পের আবেদন করতে হলে প্রথমে মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে https://www.india.gov.in/ এ ক্লিক করতে হবে। স্কলারশিপ অপশন নির্বাচনের মধ্য দিয়ে ‘শাদি শগুন যোজনা ফর্ম’ (shadi shagun yojana) বেছে নিন। ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিকভাবে পূর্ণ করে জমা দিয়ে রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে নিজের কাছে রেখে দিন।

    এরপর সঠিক সময়ে মেয়ের বিয়ের সময় আর কোন কষ্ট করতে হবে না। সরকারের থেকে পাবেন ৫১ হাজার টাকা। যা কিছুটা হলেও সাহায্য করবে মেয়ের বিয়ের কাজে।