Skip to content

ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর, প্রতি মাসে মিলবে ৫ হাজার টাকা! আজই ফিলাপ করুন এই ফর্ম

    img 20220707 130245

    বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বিভিন্নরকম প্রকল্প চালু করেছে সরকার। যার দৌলতে বর্তমান সময়ে অনেক দুঃস্থ, গরীব পরিবারের সন্তানরা শিক্ষার আলো দেখতে পাচ্ছেন। ছোট বয়সেই পড়াশুনার পাঠ চুকিয়ে না দিয়ে, তারাও পাচ্ছে শিক্ষার আলো। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে নানারকম স্কলারশিপ (scholarship)।

    বিভিন্ন রকম স্কলারশিপের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় একটি স্কলারশিপ হল বিবেকানন্দ স্কলারশিপ (vivekananda scholarship)। যার মাধ্যমে প্রতি বছর বহু ছাত্রছাত্রী শিক্ষার খাতে কিছু পরিমাণ অর্থ স্কলারশিপ হিসাবে পাচ্ছে। যা দিয়ে তাঁদের কিছুটা হলেও শিক্ষার কাজে লাগছে। প্রচুর সংখ্যাক মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিবছর এই বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছেন।

    img 20220707 130257

    আপনিও চাইলে এই বিবেকানন্দ স্কলারশিপ (vivekananda scholarship) পেতে পারেন, তবে তার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। জেনে নিন-

    প্রতি বছর সরকারী এই স্কলারশিপ নবীকরণ করতে হয়। জানিয়ে রাখি, যে সকল ছাত্র ছাত্রীরা ২০১৯,২০২০ এবং ২০২১ সালে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাঁদের এই ফর্ম পুনর্নবীকরণ করার শেষ দিন আজ অর্থাৎ ৭ ই জুলাই। যেসকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আগে থাকতে আবেদন করেছিলেন তাঁরা অর্থাৎ একদশ শ্রেণি, দ্বাদাশ শ্রেণি ও স্নাতকের পড়ুয়ারা এই ফর্ম পুনর্নবীকরণ করতে পারবেন।

    img 20220707 130310

    তবে এই বিবেকানন্দ স্কলারশিপ (vivekananda scholarship) পেতে হলে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। আবার যদি কোন ছাত্রছাত্রী স্নাতক স্তরে ভর্তি হয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করেন, তাহলে তাঁকে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এই ফর্ম ফিলাপ করার পর উপযুক্ত ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে স্নাতকস্তরের ছাত্রছাত্রীরা পাবেন ১ থেকে ৫ হাজার টাকা। করে।

    এই বিবেকানন্দ স্কলারশিপ (vivekananda scholarship) সম্পর্কে বিশদে জানতে হলে প্রথমে আপনাকে রকারি ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ এ গিয়ে Renewal application অপশনে সমস্ত ডিটেইলস দিতে ফর্ম ফিলাপ করতে হবে। এক্ষেত্রে নিজদের পুরনো রেজিস্ট্রার্ড লগ ইন আই-ডি ব্যবহার করতে হবে।