রেল ব্যবস্থাকে দেশের লাইফ লাইন বলা হয়ে থাকে। ভারতে প্রতিদিনই লক্ষ্য লক্ষ্য মানুষ রেলপথের মাধ্যমে নিজেদের গন্তব্য স্থলে পৌঁছান। ট্রেন যাত্রাকে বেশ আরামদায়ক বলেও মনে করেন অনেকে। অনেক ব্যক্তিই ট্রেনে দীর্ঘ দূরত্বের পথ অতিক্রম করতে পছন্দ করেন।
ট্রেনে যাত্রাকালে অনেকেই খাবার বাড়ি থেকে নিয়ে যান, আবার অনেকে ট্রেনের ক্যান্টিং থেকেও খাবার কিনে খেয়ে থাকেন। তবে সেই খাবারের দাম অনেক সময় বেশি থাকার কারণে, অনেকেই তা কিনে খেতে কিছুটা দ্বিধা বোধ করেন। তবে এবার যাত্রীদের সুবিধার্থে কম দামে সস্তায় খাবার সরবরাহের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ (indian railway)।
এই বিশেষ উদ্যোগ নিল রাঁচি রেলওয়ে ডিভিশন। এখানে যাত্রীদের সুবিধার্থে খাবারের মেনুতে সস্তায় খাবার রাখল রেল কর্তৃপক্ষ (indian railway), যেখানে মাত্র ১৫ টাকা দিলেই মিলবে খাবার। যদি আপনি রাঁচি রেলওয়ে ডিভিশনে যে কোন ট্রেনে সফর করে থাকেন, তাহলে আপনি এই সুবিধা নিতে পারবেন।
যাত্রী সাধারণের পকেট এবং ক্ষুধার বিষয়টা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাঁচি রেলওয়ে ডিভিশন (indian railway)। যেখানে মাত্র ১৫ টাকা দিলেই আপনি পুরো খাবার পেয়ে যাবেন।
এই ১৫ টাকায় যাত্রী পেয়ে যাবেন, ২০০ গ্রাম চাল, ২০০ গ্রাম ডাল এবং আচার। যাত্রীরা ১৫ টাকা দিলেই পেয়ে যাবেন এই খাবার। আবার দ্বিতীয় একটি মেনুতে রয়েছে ৭ টি লুচি, ১৫০ গ্রাম আলুর তরকারি এবং আচার। এই খাবারটি পেতে ২০ টাকা দিতে হবে যাত্রীকে। এখানে ১৫ টাকা খাবারের জন্য এবং বাকি ৫ টাকা মোবাইলের জন্য চার্জ করা হবে।
এক্ষেত্রে যাত্রীরা খিদে পেলেই অর্ডার দিতে পারবেন। সেইসঙ্গে নিরামিষ খাবারের ব্যবস্থাও রয়েছে। আগে এই ডিভিশনে রেলস্টেশনের আশেপাশের দোকান থেকে যাত্রীদের সস্তায় খাবার দেওয়ার কথা বলা হলেও, তা দেওয়া হত না। সেই কারণে রেলের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।