Skip to content

মজা করতে গিয়ে সিংহের পেটে গেল মানুষের আঙ্গুল, ভাইরাল ভিডিও দেখে বুক কাঁপল নেটিজনদের

    হাতের মুঠোয় মোবাইল থাকার দৌলতে মানুষ ঘরে বসেই নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) দেখতে পায়। মানুষের একা থাকার সময়, অবসর সময়ে, কাজের ফাঁকে মোবাইল নিয়ে ঘাটতেই চোখ যায় ভাইরাল ভিডিওর দিকে। সেরকমই বর্তমানে সময়ে ভিডিও দেখতে গিয়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে আঁতকে উঠল মানুষ।

    বলা হয়, বন্য প্রাণীরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। বন্য প্রাণীদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলা উচিত। তাঁদের দূর থেকে দেখতেই ভালো লাগে, ভুল করেও সুরক্ষা ছাড়া তাঁদের কাছে যাওয়া উচিত নয়। মজার ছলে বন্যপ্রাণীদের উত্যক্ত করলে, তার পরিণাম যে কতোটা ভয়ংকর হতে পারে, তাঁর প্রমাণ হাতেনাতে পেলেন এক ব্যক্তি।

    https://twitter.com/OneciaG/status/1528082220547809281

    সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল (viral video) হয়েছে, সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি জ্যামাইকার চিড়িয়াখানায় গিয়ে এক সিংহের (lion) খাঁচার সামনে গিয়েছেন। সেখানে আর পাঁচজনের মত তিনিও যদি সিংহকে দূর থেকে দেখতেন তাহলে ঠিক ছিল। কিন্তু তিনি তা করলেন না।

    সিংহের খাঁচার সামনে গিয়ে সিংহকে উত্যক্ত করতে শুরু করলেন সেই ব্যক্তি। আর সিংহও একটা পর্যায় পর্যন্ত তাঁকে কিছুই করেনি। কিন্তু শেষে ওই ব্যক্তি যখন সিংহের (lion) খাঁচার ভেতরে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, সেই সুযোগটি নিল সিংহ। বনের রাজার মতই দাঁত দিয়ে চেপে ধরলেন সেই ব্যক্তির আঙ্গুল। শুরু হল দুজনের মধ্যে লড়াই।

    এই লড়াইয়ের মাঝে ক্যামেরার অপ্রান্তে দাঁড়িয়ে যারা ভিডিও করছিলেন, কেউই এগিয়ে এলেন না। অবশেষে টানাটানি করতে করতে সিংহের (lion) মুখ থেকে নিজের আঙ্গুল ছাড়িয়ে নিতে সক্ষম হয় ওই ব্যক্তি। তবে ব্যক্তিটি নিজের আঙ্গুলের হাড় ফিরে পেলেও, আঙ্গুলের মাংস সিংহের পেটে চলে গিয়েছে।

    @OneciaG নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে ওই ব্যক্তির নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলেও অনেকে কমেন্ট করেছেন।