বিটাউন মানেই গ্ল্যামারের দুনিয়া। আর এই দুনিয়ায় একের পর এক অভিনেতা অভিনেত্রী নিজের কেরিয়ার তৈরির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে এই যুদ্ধে সকলে সামিল হলেও, সকলে শেষ অবধি টিকে থাকতে পারেন না। খুব কম সংখ্যক অভিনেতা অভিনেত্রীকেই দেখা যায় নিজের জায়গা ধরে রাখতে।
আবার অনেকে এমন আছেন, বেশ কয়েকটি হিট ছবি করার পর হারিয়ে গিয়েছেন এই লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে। কিন্তু কেন তাঁরা ছেড়ে দিলেন এই গ্ল্যামারের দুনিয়া? কেনই বা সরিয়ে নিলেন নিজেকে?
গ্রেসি সিং (Gracy Singh)- ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘লাগান’, ‘গঙ্গাজল’, ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং ‘মুসকান’র মত ছবিতে অভিনয়ের পর হঠাৎ করেই বিটাইন থেকে উধাও হয়ে যান গ্রেসি সিং।
আসিন (Asin)- বলিউড এবং সেইসঙ্গে দক্ষিণের দুনিয়ায় বেশ সুনাম অর্জন করেছিলেন সাউথের অভিনেত্রী আসিন। একাধিক দক্ষিণি ছবিতে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার পাশাপাশি বলিউড মিস্টার পারফেক্ট আমির খানের সঙ্গে ‘গজিনি’তেও মুখ্য চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু মাইক্রোম্যাক্সের মালিক রাহুল শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, কেরিয়ার থেকে পুরোপুরো সরে যান এই অভিনেত্রী। তাঁর এভাবে সংসার সামলানোর সিদ্ধান্ত নেওয়ায়, তাঁর ভক্তরা বেশ অবাক হয়ে গিয়েছে।
প্রাচী দেশাই (Prachi Desai)- বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন প্রাচী দেশাই। একতা কাপুরের ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু করার পর, ২০০৮ সালে ‘রক অন’, ‘লাইফ পার্টনার’, ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’ এবং ‘বোল বচ্চন’র মত ছবিতে অভিনয় করলেও, বলিউডে আর দেখ যাচ্ছে না এই অভিনেত্রীকে।
রজত বারমেচা (Rajat Bermecha)- ২০১০ সালে ‘উড়ান’ ছবির হাত ধরে বিটাউনে প্রবেশ করলেও, বলিউডে আর এই অভিনেতা দেখা যাচ্ছে না। তবে স্বল্প অভিনয় জীবনের মধ্যেও বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন অভিনেতা রজত বারমেচা।
উপেন পাটেল (Upen Patel)- ২০০৬ সালে ‘৩৬ চায়না টাউন’, তারপর ‘নমস্তে লন্ডন’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’র মত ছবিতে অভিনয় করে চলচ্চিত্র জগতে সুনাম অর্জন করার পর সিনেমা থেকে সরে দাঁড়ান উপেন পাটেল। তবে তাঁকে বেশকিছু টেলিভিশন শোতে দেখা গেলেও বর্তমানে আর কোন খবরই নেই এই তারকার।