অনেকেই এমন আছেন যারা সিমকার্ড (sim card) কেনার সময় একটি বিশেষ নাম্বারের অধিকারী হতে চান। অনেকে আবার ভিআইপি ফোন নম্বর পেতেও পছন্দ করেন। তবে এই ধরনের ভিআইপি নাম্বার পেতে হলে অনেক সময় ১০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্তও খরচ করতে হয়। যার ফলে, সাধ থাকলেও, অনেকেরই সাধ্যের বাইরে চলে যায় ভিআইপি নাম্বারের সিম কার্ড কেনা।
তবে চিন্তার কোন কারণ নেই, আপনি এখন খুব সহজেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন একটি ভিআইপি সিমকার্ড (vip sim card)। শুধু তাই নয়, সেই সঙ্গে এই সিমকার্ড বিনামূল্যে হোম ডেলিভারি পরিষেবাও পেতে পারেন। শুনতে অবাক লাগলেও, বস্তবে ঠিক এমনই এক অফার দিচ্ছে এক টেলিকম সংস্থা। কোম্পানির ওয়েবসাইট থেকে বুক করা এই ভিআইপি সিম কার্ড আপনাকে বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেবে কোম্পানিই।
আর এই টেলিকম সংস্থা হচ্ছে Vodafone Idea, যা আপনাকে দিচ্ছে বিনামূল্যে ভিআইপি নম্বর। সেইসঙ্গে ভিআইপি নম্বরের ফ্রি হোম ডেলিভারিও করছে এই কোম্পানি। এক্ষেত্রে কোন বিশেষ নম্বরকে নিজের মোবাইল নম্বর করতে হলে প্রথমে আপনাকে কোম্পনাইর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনি একটি অভিনব নম্বর বেছে নেওয়ার অপশন পেয়ে যাবেন। এরপর নম্বরটি বেছে নেওয়ার সময় আপনাকে পোস্টপেইড বা প্রিপেইডের মধ্যে একটি বেছে নিতে হবে।
তারপর বাড়ির ঠিকানা, পিন কোড এবং মোবাইল নম্বর লিখতে হবে সাবমিট করতে হবে। এরপর আপনার মোবাইলে প্রদত্ত OTP দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এরপর কোম্পানির পক্ষ থেকে আপনার পছন্দের নম্বরের সিমকার্ডটি বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।