Skip to content

মাত্র ৫০ হাজার টাকাতেই বাড়ি নিয়ে আসুন আপনার স্বপ্নের বাইক Royal Enfield, রইল উপায়

    img 20220715 234013

    জিনিস। বাইক কেনার আগে ভালো করে রিসার্চ করে, কোন বাইকের মাইলেজ কত, কোন বাইকের ইঞ্জিন কেমন, এমনকি কোন বাইক কেমন রাস্তায় চলতে পারবে, সবকিছু দেখেই কিনে থাকেন। সেরকমই দেখা যায় অনেকেরই পছন্দের তালিকায় থাকে বিভিন্ন ক্রুজার বাইক। কিন্তু দাম দেখে অনেকেরই সাহস হয় না, এই বাইকে হাত দেওয়ার। তবে আপনি অনেক কম দামেও এই বাইক (Motorcycle) কিনে নিতে পারবেন। জেনে নিন কিভাবে-

    অনেকেরই প্রথম পছন্দ থাকে Royal Enfield Classic 350। কিন্তু এই বাইকের দাম দেখে দশহাত দূরে ছিটকে যায় অনেকেরই। শখ থাকলেও, অর্থের দিকে তাকিয়ে তা পূরণ করতে পারেন না অনেকেই। এই বাইকের নতুন মডেলের দাম শুরু হয় মাত্র ১.৯০ লক্ষ টাকা থেকে। এই বাইকে 349.34 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা 20.2q PS শক্তির সাথে 27 Nm এর সর্বোচ্চ টিরক সৃষ্টি করতে সক্ষম। সর্বোচ্চ 40.8 kmpl মাইলেজ দিতে পারা এই বাইকের দাম শুরু হচ্ছে 1,47,910 টাকা থেকে।

    img 20220715 233830

    কিন্তু আপনি চাইলে এই বাইক কিনে নিতে পারবেন মাত্র ৫০ হাজার টাকায়। তবে আপনি পেয়ে যাবেন Royal Enfield Classic 350-র পুরোন মডেলটি। এতে করে আপনার স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি পকেট শূণ্য হবে না।

    পুরনো জিনিস কেনাবেচার জন্য একটি ভালো মাধ্যম হল কুইকার (Quikr) অ্যাপ। যেখানে আপনি আপনার পুরনো জিনিস বিক্রি করার পাশাপাশি কিনে নিতে পারবেন কিছু পুরনো জিনিসও, যা আপনার কাছে হবে নতুন। আর এই অ্যাপে মাত্র ৫৫ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি। তবে এই Royal Enfield Classic 350-র বর্তমান মডেল নয়, আপনি পাবেন ২০১৬ সালের মডেলটি।

    img 20220715 233853

    এছাড়াও Olx থেকেও আপনি কিনে নিতে পারবেন আপনার স্বপ্নের এই বাইকটি (Motorcycle)। তবে এক্ষেত্রে ৬০ হাজার টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন Royal Enfield Classic 350 বাইকের ২০১৪ সালের মডেলটি। যার পুরনো হলেও আপনার কাছে নতুন হবে।