Skip to content

মুখ্যমন্ত্রীর বাড়ির পুত্রবধূ হয়েও নেই কোন অহংকার, সাধারণ মায়ের মতই ছেলেকে হাঁটিয়ে স্কুলে নিয়ে যান জেনেলিয়া

    বিটাউনে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বর্তমান সময়ে লাইমলাইট থেকে দূরে থাকলেও, তাঁদের ব্যক্তিগত জীবনের কারণে তারা সংবাদ শিরোনামে একাধিকবার উঠে এসেছেন। সিনেমার পর্দায় তাঁদের খুব একটা না দেখা গেলেও, স্যোশাল মিডিয়ায় নিজেদের জীবন সম্পর্কে আপডেট দিতে থাকেন তারা। তাঁদের মধ্যে একজন হলেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)।

    অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা বর্তমান সময়ে সিলভার স্ক্রিন থেকে দূরে থাকলেও, অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে সুখেই সংসার করছেন। তবে লাইট, ক্যামেরা, অ্যাকশনের সামনে না থাকলেও, ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই সংবাদ শিরোনামে থাকেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)।

    তবে বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা বেশকিছু ছবি শেয়ার করেছেন, যা রীতিমত ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পায়ে হেঁটেই ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। আর তাঁকে এখানে খুব সাধারণ ভাবেই দেখা যাচ্ছে।

    বলি ইন্ডাস্ট্রির পাশাপাশি দক্ষিণের বিনোদন দুনিয়াতেও একজন সফল অভিনেত্রী হলেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)। ২০১২ সালের ৩ রা ফেব্রুয়ারি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র তথা অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

    তবে একজন সেলিব্রিটি হওয়ার পাশাপাশি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার নেই জেনেলিয়ার। একজন সাধারণ মানুষের মতই জীবন কাটাতে দেখা যায় তাঁকে। সম্ভবত সেই কারণে তাঁর ভক্ত সংখ্যা অগণিত।