Skip to content

৬০ তম জন্মদিন উপলক্ষে ৬০ হাজার কোটি টাকা দান করলেন গৌতম আদানি, এই ক্ষেত্রে করা হবে খরচ

    goutam adani birthday

    জন্মদিনে এক দারুন কাজ করে সাড়া ফেললেন গৌতম আদানি (Goutam Adani)। নিজের ষাট বছরের জন্মদিন উপলক্ষে ৬০ হাজার কোটি টাকা দানের সিদ্ধান্ত নিলেন তিনি। জুন মাসের ২৪ তারিখ, ভারতের তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির জন্মদিনে ওই বিপুল টাকা সামাজিক কার্যে দানের কথা ঘোষণা করেছে আদানি পরিবার। ৬০ বছরের জন্মদিনে ওই বিপুল টাকা দানের ঘোষণায়, স্বাভাবিকভাবেই হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়।

    adani chairman

    অনেকেই কুর্নিশ জানিয়েছেন এই শিল্পপতিকে।
    তবে কোন কোন ক্ষেত্রে এই বিপুল টাকা দান করতে চলেছেন গৌতম আদানি ( Gautam Adani)? খবর অনুযায়ী শিক্ষা-স্বাস্থ্য সহ একাধিক খাতে থাকবে নজর। দেশের বিপুল জনসংখ্যার একটা বড় অংশ যাতে– শিক্ষা-স্বাস্থ্য সহ মৌলিক অধিকারগুলোর সুবিধা পায়– জন্মদিনে সেটাই নিশ্চিত করতে চান এই শিল্পপতি।

    উল্লেখ্য, চলতি বছরে কেবলমাত্র গৌতম আদানিই ( Gautam Adani) ষাট বছর বয়সে পা রাখছেন তাই নয়। পাশাপাশি শতবর্ষে পদার্পন করছেন তাঁর প্র‍য়াত পিতা শান্তিলাল আদানিও ( Shantilal Adani)। দুই মিলিয়েই তাই এই বিপুল টাকা সামাজিক কার্যে ‘দান’ করার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম আদানি ( Gautam Adani)।

    নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েওছেন আদানি। জুনের ২৩ তারিখ একটি টুইট করেন বর্ষীয়ান ওই শিল্পপতি। সেখানে তিনি লেখেন ‘আমার ৬০ বছর পূর্তি উপলক্ষে, এবং আমার পিতার ১০০ বছর বয়সে পদার্পন উপলক্ষে আদানি পরিবার ৬০ হাজার কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছে।’

    goutam adani image

    এখানেই শেষ নয়, গৌতম আদানি ( Gautam Adani) আরও জানান, ‘ দেশের বড় অংশের শিশুরা যাতে শিক্ষা-স্বাস্থ্য সহ একাধিক মৌলিক বিষয়গুলোর সুবিধা পায় সেই দিকে নজর রাখবে আদানি পরিবার।’ নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা ওই পোস্টে স্কুল ছাত্রদের সঙ্গে ছবিও দেন গৌতম আদানি ( Gautam Adani)।
    ১৯৬২ সালের জুনের ২৪ তারিখ গুজরাটের আহমেদাবাদ শহরে জন্ম নেন গৌতম আদানি (Gautam Adani)। ৬০ বছরে পা দিলেন দেশের অন্যতম সফল এই শিল্পপতি।