Skip to content

এবার সস্তায় মিলতে পারে 5G পরিষেবা, মুকেশ আম্বানির JIO-কে টেক্কা দিতে মাঠে নামছে এই কোম্পানি

    img 20220711 124612

    এবার টেলিকম সেক্টরে পা রাখতে চলেছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)। যার ফলে ধারণা করা হচ্ছে, এবার জিও (jio)-র সঙ্গে একটা বড় টক্কর হতে চলেছে। কিছুটা হলেও ধাক্কা পেতে পারেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), ভাগ হয়ে যেতে পারে গ্রাহক।

    জানিয়ে রাখি, আগামী ২৬ শে জুলাই স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হতে চলেছে সরকারি তরফ থেকে। আর সেখানে 5G স্পেকট্রামের আবেদন করার শেষ তারিখ ছিল গত ৮ ই জুলাই। সেখানে আবেদনকারী ৪ টি কোম্পানির মধ্যে Jio, Airtel, Vi বাদে চতুর্থ কোম্পানিকে নিয়ে বেশ রহস্য তৈরি হয়েছিল।

    img 20220711 124502

    পরবর্তীতে জানা যায়, এই চতুর্থ নম্বর নতুন কোম্পানিটি হল এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির (Gautam Adani)। জাতীয় দীর্ঘ দূরত্ব (NLD) এবং আন্তর্জাতিক দীর্ঘ দূরত্ব (ILD) পর্যন্ত পরিষেবা সরবরাহ করার লাইসেন্স অর্জন করেছে আদানি গ্রুপ। যার ফলে ধারণা করা হচ্ছে, এবার দেশের দুই ধনী ব্যবসায়ীর মধ্যে প্রতীযোগীতা হতে চলেছে।

    এতদিন যাবৎ তেল, শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল থেকে টেলিকম এবং খুচরা খাতে নিজেদের ব্যবসা বাড়িয়ে নিয়ে যাচ্ছিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স গ্রুপ। অন্যদিকে বন্দর, কয়লা, সবুজ শক্তি, বিদ্যুৎ বিতরণ এবং বিমান চলাচলের কাজের দায়িত্বে ছিলেন গৌতম আদানি (Gautam Adani)। তবে এবার একই ক্ষেত্রে অর্থাৎ 5G স্পেকট্রামের আবেদন করার মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মধ্যে ভবিষ্যতে একটা প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। যার ফলে এই দুই কোম্পান একই ধরনের ক্ষেত্রে কাজ করার ফলে গ্রাহক সংখ্যাও ভাগ হয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

    img 20220711 124521

    জানিয়ে রাখি, আগামী ২৫ শে জুলাই মোট ৭২,০৯৭.৮৫ মেগাহার্জ এর স্পেকট্রাম নিলাম করতে চলেছে সরকার। যা বিক্রি করার পর সরকারী কোষাগারে ঢুকতে চলেছে ৪.৩ লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে, নিলামের আয়ত্তায় এসেছে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz এবং 3300 MHz এবং হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের 26 GHz স্পেকট্রাম।