Skip to content

খারাপ সময়ে পাশে ছিলেন স্ত্রী গৌরী, প্রতিটি পদক্ষেপে সাপোর্ট করেছেন স্বামী শাহরুখ খানকে

    img 20230403 132842

    বলিউডের বাদশা খান হিসাবে পরিচিতি পেয়েছেন বলি অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। শূন্য থেকে শুরু করে, আজকের দিনে এই তারকা বিশ্ববাসীর থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। আট থেকে আশি, শাহরুখ খানের ভক্তসংখ্যা গুণে শেষ করা যাবে না। শুধুমাত্র দেশই নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশ ছড়িয়ে পড়েছে কিং খানের মাহাত্ম্য।

    img 20230403 133457

    img 20230403 132921

    কোনরকম গডফাদার ছাড়াই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন কিং খান। শুধু তাই নয়, সেই প্রথম দিন থেকে শুরু করে আজকের দিনে, জনপ্রিয়তা একবিন্দুও কমেনি, বরং বেড়ে গিয়েছে। রোম্যান্টিক হোক বা অ্যাকশন হিরো, কিংবা কোন বিশেষ চরিত্র, সবেতেই ছুঁয়ে গিয়েছেন দর্শকদের হৃদয়।

    img 20230403 133230

    অনস্ক্রিনে অনেক সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে ভালোবাসার অভিনয় থেকে শুরু করে বিয়ে করতে দেখা গেলেও, বাস্তব জীবনে গৌরী খানের (Gauri Khan) কাছেই খুটি বাঁধা আছে শাহরুখ খানের। ভালোবেসে বিয়ে করলেও, শাহরুখ খানকে ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবেননি তিনি। বরং, খারাপ সময়ে শাহরুখ খানের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছিলেন গৌরী খান।

    img 20230403 133319

    অনেকেই হয়ত জানেন না, ‘মন্নত’এ থাকার আগে একটি সাধারণ 3 bhk বাড়িতে থাকতেন কিং খান এবং তাঁর পরিবার। এই ‘মন্নত’র ডিজাইন সুন্দরভাবে করেছেন শাহরুখ পত্নী গৌরী খান নিজেই। এই বাড়ির জায়গা কিনতে এবং সুন্দরভাবে তৈরি করার পেছনে অনেক পরিশ্রম রয়েছে শাহরুখ খান এবং গৌরী খানের। ২০০১ সালে ‘মন্নত’র কাগজপত্রে স্বাক্ষর করেছিলেন শাহরুখ খান। যে বাড়ির দাম এই সময়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

    img 20230403 133341

    img 20230403 133356

    জানিয়ে রাখি, ১৯৯১ সালের ২৫ শে অক্টোবরে গৌরী খানকে বিয়ে করে মুম্বাইয়ে চলে আসেন শাহরুখ খান। তখন তাঁরা একটি সাধারণ 3 bhk বাড়িতে থাকতেন। সেখানে একটি কাঠের বইয়ের তাক এবং ফুলের পাত্র ছিল, যা তাঁদের বাড়ির সৌন্দর্য বাড়িয়েছিল। সেইসঙ্গে সবসময় নানারকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে নিজের বাড়ি সাজিয়ে রাখতেন গৌরী খান।

    img 20230403 133415

    এই বাড়িতেই ১৯৯৭ সালের ১৩ ই নভেম্বর তাঁদের প্রথম সন্তান অর্থাৎ আরিয়ান খানের জন্ম হয়। তারপর সেখান থেকে ২০০১ সালে ‘মন্নত’এ চলে আসেন তাঁরা। সেই থেকেই এখানেই স্বপরিবারে থাকেন কিং খান।