গত কয়েক বছর ধরে মার্কেটে প্রচুর ব্যবসা করছে OTT প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা তাঁদের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছে। আর এখানে নিজের অভিনয় দক্ষতার দুর্দান্ত প্রকাশ ঘটানোর পর ডাক পাচ্ছেন বড় পর্দায়। তেমনই ছোট তারকাদের পাশাপাশি এখানে অনেক সময় অনেক বড় অভিনেতা অভিনেত্রীদেরও দেখা যায়।
একনজরে দেখে নিন এই সেলিব্রিটিরা এক একটি ওয়েব সিরিজের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)- মির্জাপুরের প্রথম সিজনে দেখা গিয়েছিল বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের জন্য প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেতা। অন্যদিকে সেক্রেড গেমস ২-এও অভিনয় করেছিলেন এই জনপ্রিয় বলি অভিনেতা। রিপোর্ট বলছে, এই ক্ষেত্রে প্রায় ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেতা।
সইফ আলি খান (saif ali khan)- বলি অভিনেতা সইফ আলি খানকে দেখা গিয়েছিল অনুরাগ কাশ্যপের সেক্রেড গেমসে সারতাজ সিং-এর ভূমিকায় অভিনয় করতে। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)- এই তালিকায় নাম রয়েছে বলি অভিনেতা মনোজ বাজপেয়ীরও। রিপোর্ট বলছে, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’র জন্য প্রায় ১০ কোটি তাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
রাধিকা (Radhika Apte)- নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় মুখ হলেন রাধিকা। সেক্রেড গেমসে RAW এজেন্ট হিসেবে অভিনয়ের জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী।
নওয়াজউদ্দিন সিদ্দিকী (nawazuddin siddiqui)- সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনে অভিনয় করতে দেখা গিয়েছিল বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই সিরিজে অভিনয়ের জন্য।