রেলপথকে দেশের গণপরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসাবে গণ্য করা হয়। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ এই রেলপথ দিয়েই তাঁদের গন্তব্য স্থলে পৌঁছান। যাত্রী সুবিধার্থে প্রায়শই বিভিন্ন ধরনের নিয়ম বের করে ভারতীয় রেল (indian railway)। এবারেও তেমনই নিয়ে এল এক নতুন নিয়ম। এবার থেকে ট্রেনে আর থাকবে না কোন গার্ড।
শুনতে অবাক লাগলেও, বাস্তসবে এমনই এক নিয়ম বের করল ভারতীয় রেল (indian railway)। আসল বিষয়টা হল, রেলওয়ে রক্ষকের পদ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ‘গার্ড’ (guard) কথাটির পরিবর্তন করে রাখা হবে ‘গার্ডকে গুডস ট্রেন ম্যানেজার’। কর্মচারীদের বহু বছরের পুরনো দাবি পূরণ করতে এমন সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। অর্থাৎ এবার থেকে রেলের গার্ড যিনি থাকবেন, তাঁকে ‘গার্ড’ নয় বলা হবে ‘ট্রেন ম্যানেজার’ (manager)।
রেলওয়ে বোর্ড থেকে এই বিষয়ে সমস্ত জোনের জিএমদের লিখিত তথ্যও দেওয়া হয়েছে। এই পরিবর্তন অবিলম্বে কার্যকর করা হয়েছে। রেলওয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ২০০৪ সাল থেকেই গার্ডরা (guard) এই পদবি পরিবরতনের দাবী করেছিল। তাঁরা জানিয়েছিলেন, শুধুমাত্র সংকেত দেখানো এবং চার্ট দেখানোই একমাত্র কাজ নয় গার্ডের।
জানিয়ে রাখি, রেলওয়ের পক্ষ থেকে গার্ডের (guard) পদবী পরিবর্তন করা হলেও, তাঁর কাজের কিন্তু কোন পরিবর্তন করা হবে না। ট্রেনে যাত্রীদের চাহিদা মেটানোর পাশাপাশি পার্সেল সামগ্রী, যাত্রী নিরাপত্তা এবং ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বও গার্ডের ওপরই থাকবে। অর্থাৎ, গার্ডের কাজ একই থাকছে, সেখানে শুধু পদবী পরিবর্তন হয়ে ম্যানেজার (manager) হয়ে যাচ্ছে।
দেখে নিন পুরাতন এবং নতুন পরিবর্তিত পদবী-
সহকারী গার্ড – সহকারী প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার
গুডস গার্ড- গুডস ট্রেন ম্যানেজার
সিনিয়র গুডস গার্ড – সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার
সিনিয়র প্যাসেঞ্জার গার্ড – সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার
মেইল / এক্সপ্রেস গার্ড – মেইল / এক্সপ্রেস ট্রেন ম্যানেজার