বলিউড মানেই গ্ল্যামারের দুনিয়া। এখানে নিজেকে ধরে রাখতে তারকাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে একবার যদি কেউ সাফল্য পেয়ে যান, তাহলে খ্যাতির চূড়ায় উঠতে খুব বেশি সময় লাগে না। এমন অনেকেই আছেন, যারা এই বিনোদন দুনিয়ার খ্যাতনামা অভিনেতা কিংবা অভিনেত্রী হয়েও জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন সাধারণ কাউকে। কেউবা তাঁদের মধ্যে ডাক্তার, কেউ বা আবার ব্যাঙ্ককর্মী। আসুন জেনে নেওয়া যাক, এরকমই কিছু সেলিব্রিটিদের জীবনসঙ্গীদের বিষয়ে।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- ৮০-৯০র দশকে পর্দা কাঁপানো অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তৎকালীন সময়ে একাধারে নাচ এবং অন্যদিকে অভিনয়, তাঁকে টেক্কা দেওয়ার মত অভিনেত্রী খুব কমই ছিল। জানিয়ে রাখি, ১৯৯৯ সালে পেশায় কার্ডিওভাসকুলার সার্জন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের শ্রীরাম মাধব নেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে তাঁরা ইরিন এবং রায়ান নামে দুই সন্তানের পিতা মাতা।
প্রীতি জিন্টা (Preity Zinta)- ২০১৬ সালে বিদেশী ব্যবসায়ী জিন গুডেনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বলি অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসে একান্তে বিয়ের নিয়ম কানুন সম্পন্ন করার পর সারোগেসির সাহায্যে যমজ সন্তানের নাম জে এবং জিয়ার বাবা মা হন।
দিয়া মির্জা (Dia Mirza)- ২০২১ সালের ১৫ ই ফেব্রুয়ায়ী ব্যবসায়ী ও বিনিয়োগকারী বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সানা খান (sana khan)- বিয়ের জন্য গত অক্টোবর বিনোদন দুনিয়াকে বিদায় জানান বলি অভিনেত্রী সানা খান। এরপরই রাতের মুফতি আনাস সাইয়্যেদকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয় জীবন থেকে দূরেই রয়েছেন এই অভিনেত্রী।
মীনাক্ষী শেষাদ্রী (Meenakshi Seshadri)- বলিউডেকে বিদায় জানিয়ে নিউইয়র্কে পেশায় একজন ব্যাঙ্ককর্মী হরিশ মহীশূরকে বিয়ে করেন এই বলি অভিনেত্রী। বর্তমান তাঁরা টেক্সাস নিবাসী এবং তাঁদের দুই সন্তানও রয়েছে।