Skip to content

হৃতিক থেকে আদিত্য রয় কাপুর, ডুবে ডুবে জল খাচ্ছেন বিটাউনের এই সকল সেলিব্রিটিরা

  img 20220715 125436

  বিটাউন মানেই একদিকে যেমন গ্ল্যামারের দুনিয়া, তেমন অন্যদিকে এই দুনিয়ায় অনেক গসিপ হতেও দেখা যায়। তারকারা নিজেদের ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতে চাইলেও, ঠিক তাঁদের হাঁড়ির খবর বার করে নিয়ে আসেন সাংবাদিকরা। তেমন ভাবেই জানা যায়, কোন তারকা কার সঙ্গে বর্তমান সময়ে ডেট করছেন, আবার কেই বা কার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। বিটাউনে কান পাতলেই এই সমস্ত খবর উড়ে বেড়ায়।

  img 20220715 125748

  সম্প্রতি সময়ে, টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটানিকে (Disha Patni) প্রায়ই লাঞ্চ ডেট এবং সমুদ্র সৈকতে ছুটি কাটাতে দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি এখনও পর্যন্ত। তাঁরা জানিয়েছেন, এই ইন্ডাস্ট্রিতে তাঁরা দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। ফ্যানদের ধারণা, তাঁরা লুকিয়ে লুকিয়ে প্রেম করলেও, সর্বসমক্ষে তাঁদের সম্পর্কের কথা জানাতে চাইছেন না।

  img 20220715 125311

  খুব শীঘ্রই সানাই বাজতে চলেছে সিনহা পরিবারে। জানা গিয়েছে, ‘নোটবুক’ খ্যাত অভিনেতা জহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। চলতি বছর সোনাক্ষীর জন্মদিনে এমন ঘোষণাই করেছেন সিনহা পরিবারের হবু জামাই।

  img 20220715 125328

  বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) -কিয়ারা আদভানি (Kiara Advani)। ‘শেরশাহ’ ছবিতে দেখানো অনস্ক্রীন কেমিস্ট্রি ধীরে ধীরে অফস্ক্রীনে বদলে গিয়েছে। একে অপরের বাড়িতে অগাধ যাওয়া আসার পাশাপাশি দুজনকে একসঙ্গে বিদেশের বেড়াতে যেতেও দেখা যায়। সম্প্রতি এক ইভেন্ট চলাকালীন এই জুটির ইশারায় কথোপকথনের ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

  img 20220715 125238

  আবার শোনা গিয়েছে, বিজয় দিবারাকোন্ডা এখন অতীত, বর্তমান সময়ে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapoor) সঙ্গে ডেট করছেন বিটাউনের স্টার কিড অনন্যা পান্ডে (Ananya Pandey)। তবে তাঁদের একসঙ্গে সেভাবে দেখা না গেলেও, এই বিষয়ে কেউই কিছু মুখ খোলেননি।

  img 20220715 125253

  ২০১৪ সালে প্রাক্তন স্ত্রী সুজানের সাথে বিবাহবিচ্ছেদ হওয়ার পর হৃতিক রোশনের (Hrithik Roshan) জীবনে এসেছে নতুন ভালোবাসা। গোপনে নয়, সর্বসমক্ষে স্যোশাল মিডিয়ায় প্রায়ই সাবা আজাদের (Saba Azad) সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় হৃতিককে।