গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে সঙ্গীত (music) প্রেমী মানুষ। সঙ্গীত এমন এক বিষয়, যা মানুষের ভালোলাগার পাশাপাশি মন খারাপেরও সঙ্গী। প্রাচীনকাল থেকেই সঙ্গীতের (musice) সাধনা করে আসছেন আমাদের দেশের বহু গুণী শিল্পীরা। সঙ্গীত সাধনাকে ভগবানের উপাসনার সমান বলেও মনে করা হয়।
সঙ্গীত দুনিয়ায় সঙ্গীতের (music) সাধনা করেন অনেকেই। কিন্তু তাঁদের মধ্যে এমন কয়েকজন সঙ্গীতশিল্পী রয়েছেন, যারা তাঁদের সুরের যাদুতে মুগ্ধ করেছে গোটা দুনিয়াকে। যাদের গান শোনার জন্য উন্মুখ হয়ে থাকে শ্রোতারা।
চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন অ্যালবাম, কনসার্ট, লাইভ পারফরম্যান্স ইত্যাদি জায়গায় তাঁদের গান শোনা যায়। তাঁদের সুরের যাদুতে পাগল তাঁদের অগণিত ভক্তকূল। এইসব গায়ক গায়িকারা আবার এক একটি অনুষ্ঠান করার জন্য নিয়ে থাকেন মোটা অংকের টাকাও।
আসুন জেনে নেওয়া যাক-
অরিজিৎ সিং (Arijit Singh)- বর্তমান সময়ে প্রথম সারির শিল্পীদের মধ্যে প্রথমেই রয়েছেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তাঁর গানের যাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। টলি, বলি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন অরিজিৎ সিং। ‘আশিকি 2’ ছবিতে ‘তুম হি হো’ গানটি গাওয়ার পর দর্শক পেল এক নতুন কন্ঠ, যার গান শুনলেই মন ভরে যায়।
জানা গিয়েছে, কোন স্থানে অনুষ্ঠানের সময় তাঁর যাওয়া, আসা, থাকা, খাওয়ার সমস্ত খরচ দিতে হয় অনুষ্ঠান নির্মাতাদের। আর সেইসঙ্গে প্রতি ঘন্টায় ১.৫ কোটি করে টাকা নেন অরিজিৎ সিং।
এ আর রহমান (A. R. Rahman)- সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে অন্যতম হলেন এ আর রহমান। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীত পরিচালক তথা গায়ক বিভিন্ন ভাষায় গান গাওয়ার পাশাপাশি সুরও দিয়েছেন। জানা যায়, মঞ্চে অনুষ্ঠানের ক্ষেত্রে ১.৫ কোটি করে টাকা নেন এ আর রহমান।
বাদশা (Badshah)- মিউজিক ইন্ডাস্ট্রির র্যাপ কিং বলা হয় গায়ক বাদশাকে। একাধিক ছবিতে অসাধারণ গান গেয়ে মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এই গায়ক। সূত্রের খবর, এই গায়ক ঘন্টা প্রতি ৪০ লাখেরও বেশি করে পারিশ্রমিক নিয়ে থাকনে।
সুনিধি চৌহান (Sunidhi Chauhan)- হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম হলেন সুনিধি চৌহান। সুরেলা কণ্ঠের কারণে সর্বাধিক জনপ্রিয় এই গায়িকা অনুষ্ঠানে গান করার জন্য ৪০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন।
বিশাল ও শেখর (Vishal–Shekhar)- বিটাউনে একাধিক হিট জুটির মধ্য বিশাল ও শেখর অন্যতম। একসঙ্গে এই জুটি শ্রোতাদের একাধিক গান উপহার দিয়েছেন। শোনা গিয়েছে, অনুষ্ঠান করার সময় তাঁরা ৪৫ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন।
সোনু নিগম (Sonu Nigam)- আট থেকে আশি, সোনু নিগমের গানের ভক্ত সকলেই। তাঁর গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে থাকলেও, অনুষ্ঠানে সেরা সেরা গান উপহার দিয়ে চলেছেন শ্রোতাদের। তবে এই গায়ক এক একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় ৩২ লক্ষ টাকা নেন বলে জানা গিয়েছে।
মোহিত চৌহান (Mohit Chauhan)- ‘রকস্টার’ ছবিতে ‘সাদ্দা হক’ গানটি গেয়ে ভারতীয় সঙ্গীত দুনিয়াকে কাপিয়ে দিয়েছিলেন গায়ক মোহিত চৌহান। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ৪০ লক্ষ টাকা নেন বলে খবর।