Skip to content

পোশাকের দামেই হয়ে যাবে গোটা ছবি! রইল ঐশ্বর্য থেকে কঙ্গনার রিল লাইফের কস্টিউমের দাম

  কথায় বলে বিটাউনের মত গ্ল‍্যামার অন্য কোন দুনিয়ায় দেখা যায় না। সিনেমার বাজেট থেকে শুরু করে, কাস্টিং, অভিনেতা অভিনেত্রীদের মেকআপ, ড্রেস, লোকেশন সবকিছুই গুরুত্ব সহকারে দেখা হয়। ড্রেসের দিক থেকে ডিজাইনার পোশাকই পড়তে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। আর সেই সকল ড্রেসের দামও থাকে আকাশ ছোঁয়া।

  জেনে নেওয়া যাক, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পোশাকের দাম।

  ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan): বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লার ডিজাইন করা পোশাকে ‘যোধা আকবর’ ছবিতে দেখা গিয়েছিল বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। জানা যায়, এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের এক একটি পোশাকের দাম ছিল প্রায় ২ লক্ষ টাকা।

  দীপিকা পাডুকোন (Deepika Padukone): বিটাউনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাডুকোন। চলচ্চিত্র দুনিয়ায় একাধিক সম্পর্কে জড়িয়ে পরার পর, বর্তমানে রণবীর সিং-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে সংসার করছেন। জানা যায়, প্রযোজক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘বাজিরাও মাস্তানি’তে বাস্তব লুক দেওয়ার জন্য দীপিকার পোশাক থেকে গহনা খুব যত্ন নিয়ে বানানো হয়েছিল। আর এই গহনার দাম পড়েছিল  ৪৫ লক্ষ টাকা।

  মাধুরী দীক্ষিত (Madhuri Dixit): ‘দেবদাস’ ছবিতে দুর্ধর্ষ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। পরিচালক সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ, মাধুরী ও ঐশ্বর্য রাই বচ্চনকেও। এই ছবিতে দুই অভিনেত্রীই বেশ দামী পোশাক পড়েছিলেন। তবে ‘কাহে ছেড়ে মোহে’ গানটিতে মাধুরী দীক্ষিত পরিহিত লেহেঙ্গার ওজন ছিল প্রায় ৩০ কেজি এবং দাম ছিল ১৫ লক্ষ টাকা।

  সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha): বিটাউনের স্টার কিডদের মধ্যে অন্যতম হলেন সোনাক্ষী সিনহা। বলিউডে নাম লেখাতেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সোনাক্ষী অভিনীত ‘তেবর’ ছবির ‘রাধা নাচেগি’ গানটি আজও মানুষের মুখে মুখে শোনা যায়। জানা যায়, এই গানটি তৈরি করতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়েছিল, যার মধ্যে সোনাক্ষীর পোশাকের দাম ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা।

  কঙ্গনা রানাউত (Kangana Ranaut): ‘ক্রিশ 3’ ছবিতে রাবার-ল্যাটেক্স বডিস্যুট পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল বলিউড কুইন কঙ্গনা রানাউত। জানা যায়, একটি বা দুটি নয়, এই ছবিতে ১০ টি রাবার-ল্যাটেক্স বডিস্যুট পড়েছিলেন কঙ্গনা। আর এই ড্রেস পড়তে তাঁর প্রায় ৪ ঘন্টা করে সময় লাগত। কঙ্গনার এই এক একটি ড্রেসের দাম ছিল ১ কোটি টাকা। অর্থাৎ কঙ্গনার ড্রেসের পেছনেই খরচ হয়েছিল প্রায় ১০ কোটি টাকা।