বর্তমানে বোট (boAt) কোম্পানি অন্যান্য লাইফস্টাইল কোম্পানির মধ্যে বেস্ট মনে করা হয়ে থাকে। 2016 সালে শুরু করে কোম্পানিটি আজ মাত্ৰ 6 বছরে এক আলাদা নজির গড়েছে। এখন দেখা যায় তো প্রায় প্রত্যেক বাড়িতে ‘boAt Company’-র কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহৃত। কিন্তু অবাক করার বিষয় হলো এত অল্প সময়ে এই কোম্পানির উচ্চ সাফল্য কিভাবে? চলুন জেনে নিই লাইফস্টাইল কোম্পানি বোট (boAt)-এর সফলতার পিছনে রাজ কি।
হ্যাঁ, বোট কম্পানি বিশ্বের পঞ্চম বৃহত্তম ব্যবহারযোগ্য ব্রান্ড হওয়ার রেকর্ড গড়েছে। এই কোম্পানি হেডফোন, ইয়ারফোন, স্মার্ট ঘড়ি ও আরো অন্যান্য ইলেকট্রনিক জিনিস তৈরি করা প্রথম ভারতীয় কোম্পানি, যা বিশ্বের শীর্ষ 5 পরিধানযোগ্য কোম্পানির তালিকা উপস্থিত হয়েছে। এই life-style কোম্পানিটি 2016 সালে মাত্র 16 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আজকের দিনে এই কোম্পানি 2100 কোটি টাকার বেশি উপার্জন করে উচ্চ সাফল্য পেয়েছে। আসুন আমরা আপনাকে এই কোম্পানির সূচনা থেকে সাফল্য পযন্ত বলবো।
সম্প্রতি, boAt Company টি 2016 সালে সমীর মেহতা ও আমান গুপ্তা দুজনে মিলে সূচনা করেছিলেন। এই কোম্পানির শুরু করার আগে সমির ছিলেন একজন কোল ইন্ডিয়ার ডিরেক্টর এবং আমান ছিলেন সিএ। আর 2011 সালে আমান এমবিএ ডিগ্রি করে জেবিএল এবং কেপিএমজির মত বড় কোম্পানিতে কাজ করেছিলেন। বোট কোম্পানি শুরু করার আগে তাদের কোন অভিজ্ঞতা ছিল না। শুধুমাত্র তাদের কর্ম জীবনের অভিজ্ঞতা নিয়ে এই কোম্পানি শুরু করেছিলেন। যেখানে তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করে এবং প্রডাক্ট অনুযায়ী দাম নির্ধারণ করে।
তবে এই কোম্পানির সূচনাকাল ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কেননা, সেই সময় ভারতীয় বাজারে চীনের তৈরি পণ্য আধিপত্য বিস্তার করে নিয়েছে। তবুও তারা গ্রাহকদের খুশি করার কৌশল নিয়ে কোম্পানি চালু করেছিলেন। যদি আজকের দিনের কথা বলি, এই কোম্পানি 2100 কোটি টাকারও বেশি রান করছে। তবে boAt-কোম্পানি উচ্চ সাফল্য পেতে কিছু বিষয়ের উপর জোর দিয়েছিলেন যেমন-
• আমান ও সমির ভালো করেই জানত ভারতে ক্রেতার অভাব নাই। এখানে বিভিন্ন ধরনের পণ্য বাজারে বিক্রি হয়ে থাকে। তাই গ্রাহকদের চাহিদা বুঝে সেই অনুযায়ী দ্রব্য বাজারে লঞ্চ করে।
• এই স্টাইলিসের যুগে গ্রাহকরা সাধারণত পছন্দ করে নিত্য নতুন ডিজাইন। তাই তারা গ্রাহকদের পছন্দ অনুযায়ী স্টাইলিস ডিজাইন পণ্য তৈরি করে থাকে।
• বর্তমান তরুণদের দিকে তাকিয়ে কোম্পানি হেডফোন ও ইয়ারফোনের চাহিদা বুঝতে পেরেছিল। তাই কোম্পানিটি এই স্টাইলিস্ট পণ্যেগুলোর উপর জোর দেয়। আজ বোট( boAt) কোম্পানির সাফল্যের সবচেয়ে বড় অংশ হেডফোন ও ইয়ারফোনকে ধরা হয়।
• আজকাল মানুষ ঘরে বসেই তাদের জিনিস পেতে চায়। তাই তারা এই বিষয়টি মাথায় রেখে অনলাইন প্লাটফর্ম-এর মাধ্যমে তাদের পণ্য বিক্রি শুরু করে।
• এটা প্রায়ই হয় গ্রাহকরা তাদের পণ্য কিনতে আগ্রহী হয় কিন্তু পণ্যটির বেশি ধার্যমূল্যের হওয়ার জন্য কিনতে পারে না। তাই প্রোডাক্ট ও গ্রাহকদের কথা মাথায় রেখে পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়।
• আগামী সময় এই কোম্পানি এমনটাই আশা রাখছে, বর্তমানে স্মার্টফোনের চাহিদা বেশি থাকার কারণে কোম্পানিটি স্মার্টফোনের জিনিস পত্র লঞ্চ করবে।