১৯৬০-৭০‘এর দশকে দুই বিখ্যাত ও জনপ্রিয় বলিউড (Bollywood) তারকা, অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) এবং সুপারস্টার রাজ কাপুর (Raj Kapoor)। তৎকালীন সময়ে শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়, হৃষিকেশ মুখার্জি, বিমল রায়, শক্তি সামন্ত, মনমোহন দেশাই, ওপি রালহান সহ প্রতিটি গুরুত্বপূর্ণ ভারতীয় পরিচালকের সাথে কাজ করেছেন। এছাড়া অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুনীল দত্ত থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের সঙ্গে ছবিতে দুর্দান্ত কাজ করেছেন।
তবে অভিনেত্রীকে সেই সময়ের বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের সঙ্গে কোন চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়নি। অভিনেত্রীর দীর্ঘদিনের ক্যারিয়ারে কেন রাজ কাপুরের সঙ্গে অভিনয় করেননি তার আসল রহস্য যেনে নেবো আজকের প্রতিবেদনে। সম্প্রতি অভিনেত্রী শর্মিলা তার ৭৮তম জন্মবার্ষিকী পালন করেছেন। সেই সময় থেকে আজও অভিনেত্রীর প্রশংসা শোনা যায় লোকমুখে।
রিপোর্ট অনুযায়ী, চলচ্চিত্র জীবনে শর্মিলা কাপুর সুযোগ পেয়েছিলেন রাজ কাপুরের সঙ্গে অভিনয় করার। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রীর কাজ করা হয়ে ওঠেনি কিংবদন্তি রাজ কাপুরের সঙ্গে। যা নিয়ে এখনো আফসোস করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। রাজ কাপুরের জনপ্রিয় ছবি ‘মেরা নাম জোকার’-এর অংশ হতে পারতেন শর্মিলা কিন্তু তিন ভাগে বিভক্ত ওই ছবিতে দ্বিতীয় অধ্যায়ের এক চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শর্মিলা ঠাকুরকেই বেছে নিয়েছিলেন নির্মাতারা।
তবে ভাগ্যের পরিহাসে হয়ে উঠল না রাজ কাপুর ও শর্মিলার একসঙ্গে কাজ করা। পরবর্তীতে ছবির গল্পের কিছু পরিবর্তন হওয়ার কারণে, যে চরিত্রে অভিনয়ের কথা ছিল তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। তার পরিবর্তে জায়গা করে দেওয়া হয়েছিল বিদেশী অভিনেত্রীকে। যতদূর জানা যায় রাজ কাপুরের অভিনেত্রী পরিবর্তনের এই সিদ্ধান্তের জন্য ছবি থেকে ছিটকে গিয়েছিল শর্মিলা ঠাকুর।